ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

হেড কোচ ছাড়াই শুরু রুমানাদের ক্যাম্প

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
হেড কোচ ছাড়াই শুরু রুমানাদের ক্যাম্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হেড কোচ ডেভিড ক্যাপেলের অনুপস্থিতিতেই স্কিল ট্রেনিং দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প। ক্যাম্প শুরুর আগে বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি ভবনে ছিল রুমানা, জাহানারাদের টিম মিটিং।

এরপর পদ্মা, মেঘনা ও যমুনা একাদশ দিনের তিনটি ভিন্ন ভিন্ন সময়ে নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলন করে।

এদিকে দিনের শুরু থেকেই বৃষ্টি থাকায় মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমির মাঠ বদলে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন সেরেছে তিন দল।

কোচ গোলাম ফারুক সুরুর অধীনে সকালে অনুশীলন করেছে পদ্মা একাদশ। দুপুরে কোচ আশিকুর রহমান মজুমদারের তত্ত্বাবধানে অনুশীলন করেছে মেঘনা একাদশ। আর শাহনেওয়াজ শানুর অধীনে বিকেলে অনুশীলন করেছে যমুনা একাদশ।
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমদুই দিনের অনুশীলন ক্যাম্পের শুক্রবার (২১ জুলাই) শেষ দিন।
 
এরপর ২২ জুলাই মিরপুর সিটি ক্লাব মাঠে পদ্মা একাদশের বিপক্ষে মেঘনা একাদশের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। পরদিন পদ্মা খেলবে যমুনা একাদশের বিপক্ষে। ২৪ জুলাইয়ের ম্যাচে মেঘনা একাদশের প্রতিপক্ষ যমুনা একাদশ।

ফিরতি লেগে ২৬ জুলাই পদ্মা একাদশ খেলবে মেঘনা একাদশের বিপক্ষে। পরদিন যমুনা একাদশ মোকাবেলা করবে পদ্মা একাদশের। আর ক্যাম্পের শেষ দিন ২৮ জুলাই মেঘনা একাদশ মুখোমুখি হবে যমুনা একাদশের।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ১৭ জুলাই ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।