ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএল ফেমা মামলায় শাহরুখের বিরুদ্ধে সমন জারি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
আইপিএল ফেমা মামলায় শাহরুখের বিরুদ্ধে সমন জারি ছবি: সংগৃহীত

ফেমা মামলায় কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিক শাহরুখ খানের বিরুদ্ধে সমন জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ২৩ জুলাই তাকে অবশ্যই সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মরিশাস ভিত্তিক একটি ফার্মের কাছে নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের (কেআরসিপিএল) কিছু শেয়ার বিক্রিতে বৈদেশিক লেনদেনে অনিয়মের মামলায় শাহরুখকে তলব করা হয়েছে। অভিযোগ উঠেছে, প্রকৃত মূল্যের চেয়ে কম দামে বিক্রির কারণে ৭৩.৬ কোটি ভারতীয় রুপির ক্ষতি হয়েছে।

এ বছরের মার্চে কেকেআরের মালিক বলিউড সুপারস্টার শাহরুখ ছাড়াও তার স্ত্রী গৌরি খান, অভিনেত্রী জুহি চাওলা ও অভিযুক্ত অন্যদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, শাহরুখের নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের (কেআরসিপিএল) মালিকানায় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ফ্র্যাঞ্চাইজি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম সফল দল দু’বারের চ্যাম্পিয়ন কেকেআর।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ২০ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।