ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ধাওয়ানের ক্যাচ মিসে গল টেস্ট শেষ গুনারত্নের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
ধাওয়ানের ক্যাচ মিসে গল টেস্ট শেষ গুনারত্নের চোট পেয়ে মাঠ ছাড়ছেন আসিলা গুনারত্নে/ছবি: সংগৃহীত

শিখর ধাওয়ানের ক্যাচ মিস করে উল্টো বাঁ হাতের তালুতে চিড় ধরায় গল টেস্ট থেকেই ছিটকে গেছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার আসিলা গুনারত্নে। ভারতের বিপক্ষে সিরিজের বাকি দুই টেস্টে খেলা নিয়েও রয়েছে সংশয়।

বুবধার (২৬ জুলাই) গল আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামে সফরকারীরা। ইনিংসের ১৪তম ওভারে পেসার লাহিরু কুমারার ডেলিভারি ধাওয়ানের ব্যাট ছুঁয়ে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো গুনারত্বের বাম পাশ এসে পড়ে।

কিন্তু ডাইভ দিয়ে ক্যাচটি তালুবন্দি করতে পারেননি। ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

.পরে গুনারত্নেকে কলম্বোয় পাঠানো হয়, যেখানে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হবে এবং সার্জারি করতে হবে কি‍না সে ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে। তাকে হারানোটা লঙ্কানদের জন্য বড় এক ধাক্কাই বটে। ব্যাটিংয়ের পাশাপাশি তার স্লো বোলিং বেশ কার্যকরী। গত সপ্তাহে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড চতুর্থ ইনিংস চেজে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ৩১ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান।

সে যাই হোক, গুনারাত্নের ক্যাচ মিসের মাশুলই গুণতে হয় লঙ্কানদের। ব্যক্তিগত ৩১ রানে জীবন পাওয়া ধাওয়ান ১৯০ রানের ইনিংস খেলে স্বাগতিকদের শিবিরের হতাশা বাড়িয়ে দেন কয়েক গুণ। অল্পের জন্য ডাবল ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটা ছোঁয়া হয়নি। আউট হন যখন দলীয় স্কোর তখন দুই উইকেটে ২৮০। ৩২ রানে ভাঙতে পারতো ধাওয়ান-পুজারার দ্বিতীয় উইকেট জুটি। সেটি থামে ২৫৩ রানে। ইনজুরিতে ছিটকে পড়া গুনারত্নের আক্ষেপটা হয়তো সবার থেকে বেশি!

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ২৬ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।