ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিরাপত্তায় সন্তুষ্ট অস্ট্রেলিয়া প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
নিরাপত্তায় সন্তুষ্ট অস্ট্রেলিয়া প্রতিনিধি দল জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেন অস্ট্রেলিয়া প্রতিনিধি দলের সদস্যরা। ছবি:উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজকে সামনে রেখে বাংলাদেশে সফররত সে দেশের পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি এদেশের নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা।   পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধি দলের অন্যতম সদস্য অস্ট্রেলিয়া দলের টিম ম্যানেজার গেভিন ডবেই।

গেভিন ডবেই বলেন, ‘আমরা কয়েকদিনের এই সফরে সবকিছু ঘুরে দেখেছি। নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয় আমাদের কাছে সন্তোষজনক মনে হয়েছে। দেশে ফিরে আমরা প্রতিবেদন বোর্ডের কাছে জমা দেব। ’জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেন অস্ট্রেলিয়া প্রতিনিধি দলের সদস্যরা

শুধু নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ নয়, অস্ট্রেলিয়ান বোর্ডের এই কর্মকর্তার মুখে প্রশংসা ঝরেছে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়েও। তিনি বলেন, ‘বাংলাদেশ আগের চেয়ে অনেক ভালো করছে এখন। তারা এখন শক্ত প্রতিপক্ষ। ’

এর আগে সকাল সাড়ে নয়টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শনে যান প্রতিনিধি দলের সদস্যরা। প্রায় ঘণ্টাখানেক ধরে তারা স্টেডিয়ামের সবকিছু ঘুরে ঘুরে দেখেন। এরপর সকাল সাড়ে দশটার দিকে গণমাধ্যমের মুখোমুখি হন।

পাঁচ সদস্যের এই প্রতিনিধি দলে আছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার জ্যেষ্ঠ ব্যবস্থাপক অ্যাডাম ফ্রেশার, ক্রিকেট অস্ট্রেলিয়ার সচিব ও দুর্নীতি বিরোধী ব্যবস্থাপক সেন ক্যাররল, নিরাপত্তা ব্যবস্থাপক ফ্রাঙ্ক দিমাশি ও অস্ট্রেলিয়ান ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা নিকোলাস চার্লস পাল্লিসার কার্টনি। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেন অস্ট্রেলিয়া প্রতিনিধি দলের সদস্যরা

এর আগে সোমবার রাতে ঢাকায় আসে অস্ট্রেলিয়া প্রতিনিধি দল। ঢাকায় ব্যস্ততম সময় কাটানোর পর বুধবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রামে আসেন প্রতিনিধি দলের সদস্যরা। চট্টগ্রাম সফরের শুরুতেই তারা নগর পুলিশ কমিশনার ইকবাল বাহারের সঙ্গে একান্তে বৈঠক করেন।

বৃহস্পতিবার স্টেডিয়াম পরিদর্শন ছাড়াও এই প্রতিনিধি দলের আরও কর্মসূচি রয়েছে। সকাল সাড়ে ১১টায় পাঁচতারকা হোটেল র‌্যাডিসন ব্লু  পরিদর্শন করে দেখবেন তারা। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও র‌্যাডিসন ব্লু’র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর বিকেল চারটা ১০ মিনিটের ফ্লাইটে ঢাকা ফিরবেন। ঢাকায় ফিরে রাতেই অস্ট্রেলিয়ার বিমান ধরবেন তারা।

সূচি অনুযায়ী, আগামী ১৮ আগস্ট ঢাকা আসবে অস্ট্রেলিয়া দল। শিডিউল অনুযায়ী ২২ আগস্ট থেকে ফতুল্লায় দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। তবে বৃষ্টি ও জলজটের কারণে ফতুল্লার অবস্থা খারাপ হলে তার পরিবর্তে বিকেএসপিতে এই প্রস্তুতি ম্যাচ হতে পারে। ২৭ তারিখ থেকে শুরু হবে মূল সিরিজ। সেদিন থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ৪ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।