ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডেঙ্গু জ্বরে আক্রান্ত এনামুল বিজয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
ডেঙ্গু জ্বরে আক্রান্ত এনামুল বিজয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত এনামুল হক বিজয়

ডেঙ্গু জ্বরে আক্রান্ত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়। বুধবার (২৬ জুলাই) রাজধানীর অ্যাপোলো হাসপাতালের জরুরী বিভাগে এলে চিকিৎসকের পরামর্শে তিনি সেখানেই ভর্তি হন। তবে তার বর্তমান অবস্থা আগের চাইতে ভালো।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিজয়ের ঘনিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে, ‘গতকাল ওর শরীরের অবস্থা যেমন ছিল আজ তার চাইতে ভালো। আস্তে আস্তে উন্নতি করছে।

বিজয়ের অসুস্থতার খবরটি সবার আগে ফেসবুকে ছবিসহ স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তার বন্ধু ও সতীর্থ কামরুল ইসলাম রাব্বি। তিনি লিখেছেন, প্লিজ সবাই এনামুল বিজয়ের জন্য দোয়া করবেন। ’

আসন্ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত ২৯ সদস্যের টাইগারদের প্রাথমিক স্কোয়াডে আছেন বিজয়।  

সম্প্রতি হাইপারফরমেন্স দলের হয়ে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচ খেলে তিনি প্রস্ততি ক্যাম্পে যোগ দিয়েছেন। ক্যাম্পে যোগ দেয়ার পর শরীরে জ্বর অনুভব করায় গতকাল চিকিৎসার জন্য তিনি অ্যাপোলো হাসপাতালে যান।

সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে ডেঙ্গু জ্বর নিশ্চিত হওয়ার পরই তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ২৭ জুলাই, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।