ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

চট্টগ্রামেও ঘাঁটি গাড়বে টাইগাররা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
চট্টগ্রামেও ঘাঁটি গাড়বে টাইগাররা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

হোম অব গ্রাউন্ড খ্যাত মিরপুরে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অস্ট্রেলিয়া সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফরের ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঢাকায় অনুশীলন শেষে মুশফিক-সাব্বির-তামিম-মোস্তাফিজ-মাহমুদুল্লাহ রিয়াদরা নিজেদের আরও ভালো করে ঝালিয়ে নিতে চট্টগ্রামে অনুশীলন করবে বলে জানা গেছে।

৪ আগস্ট থেকে সপ্তাহখানেকের জন্য ক্যাম্প হবে বন্দর নগরী চট্টগ্রামে। কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ জাতীয় দল।

হোম কন্ডিশনের পূর্ণ ব্যবহার নিশ্চিত করতেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে টাইগাররা। এরপর ১২ আগস্ট ঢাকায় ফিরে আসবে ক্রিকেটাররা।

চট্টগ্রামে অনুশীলনের পাশাপাশি টাইগাররা ৯ থেকে ১১ আগস্ট তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। জাতীয় দল দুই ভাগে বিভক্ত হয়ে এইচপির বাছাইকৃত ক্রিকেটারদের সাথে নিয়ে ম্যাচটি খেলবে।

চট্টগ্রামের উইকেটের সঙ্গে মানিয়ে নিতে এই উদ্যোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এমনটাই জানিয়েছেন বোর্ডের ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান, ‘চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা টেস্ট খেলব আমরা। তাই সেখানে আরও বেশি অভ্যস্ত হওয়ার দরকার। হোম অ্যাডভান্টেজ আমাদের নিতে হবে। বিষয়টি মাথায় রেখে আমরা চট্টগ্রামে ক্যাম্প করছি। ঘরের মাঠের সুযোগ তো হাতছাড়া করা উচিত নয়। চট্টগ্রামের উইকেটের সঙ্গে মানিয়ে নেয়া ও কন্ডিশনের সঙ্গে আগেভাগে অভ্যস্ত হয়ে ওঠাই আমাদের লক্ষ্য। ’

অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে কিনা, তা নিয়ে রয়েছে শঙ্কা। তারপরও পিছিয়ে থাকতে চাইছে না বাংলাদেশ। নিজেদের সেরাটা দিতেই প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। এর আগেও ঢাকার বাইরে ঘাঁটি গেড়েছিল বাংলাদেশ। গত বছর নিজেদের মাটিতে এশিয়া কাপ আর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খুলনায় ক্যাম্প করেছিল টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ২৯ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।