ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্বল্প মেয়াদে তামিম-সাকিবদের ব্যাটিং কোচ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
স্বল্প মেয়াদে তামিম-সাকিবদের ব্যাটিং কোচ মার্ক ও’নিল

টাইগারদের ব্যাটিং কোচ হিসেবে লঙ্কান থিলান সামারাবিরাকে বদলে অস্ট্রেলিয়ান মার্ক ও’নিলকে নিয়োগ দিয়েছে বিসিবি। তবে তার সাথে এখনই দীর্ঘমেয়াদি কোনো চুক্তিতে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

নিজ কাজে যদি তিনি সন্তুষ্ট করতে পারেন তবেই তাকে দীর্ঘমেয়াদে তামিম-মুশফিকদের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেবে বিসিবি।

শনিবার (২৯ জুলাই ও’নিলের সঙ্গে বিসিবির চুক্তি নিয়ে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানালেন, ‘জাতীয় দল ও বিসিবির অন্যান্য দলের সঙ্গে বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করবেন তিনি।

তার অধীনে ক্রিকেটারদের উন্নতি দেখলে দীর্ঘমেয়াদি চুক্তিতে আমরা যেতে পারি। ’

গত বছরের অক্টোবরে ইংল্যান্ড সিরিজের আগে লাল-সবুজের দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছিলেন শ্রীলঙ্কান সামারাবিরা। কিন্তু মুশফিক-রিয়াদদের ব্যাটিংয়ে তেমন কোনো উন্নতি এনে দিতে না পারায় এক বছর না যেতেই চাকরি হারান সামারাবিরা।

এদিকে টাইগারদের নতুন কোচ হিসেবে নিয়োগ পাওয়া ও’নিল এর আগে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ব্যাটিং উপদেষ্টা ও কোচ হিসেবে কাজ করেছেন। সম্পৃক্ত ছিলেন ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে কোচের দায়িত্বেও। ক্রিকেটার হিসেবে তার ক্যারিয়ার ছিল ১০ বছরের। তবে জাতীয় দলের জার্সি গায়ে একটি ম্যাচেও মাঠে নামা হয়নি। যা খেলেছেন ফার্স্ট ক্লাস ও লিস্ট ‘এ’ ম্যাচ। ফার্স্ট ক্লাস খেলেছেন ৭৬টি ও লিস্ট ‘এ’ ম্যাচ ২১টি।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ২৯ জুলাই ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।