ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্টকে আসল ক্রিকেট মনে করেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
টেস্টকে আসল ক্রিকেট মনে করেন মাশরাফি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তবে একদিনের ফরমেটে খেলা চালিয়ে যাবেন। টাইগারদের অন্যতম সফল এই অধিনায়ক-ক্রিকেটার জানালেন, টি-টোয়েন্টি ফরমেট শুধুই বিনোদনের উৎস। এটা কোনোভাবেই ক্রিকেটারদের মাপকাঠি নয়।

কলকাতায় ‘সেরা বাঙালি-২০১৭’ পুরস্কার গ্রহণ করার সময় এমন মন্তব্য করেন মাশরাফি। এর আগে ক্রিকেট নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন টাইগারদের এই তারকা।

জাদুর কাঠির ছোঁয়ার মতোই বাংলাদেশ দলের চেহারা বদলে দেওয়া মাশরাফির মতে, ‘সবচেয়ে ছোট সংস্করণ টি-টোয়েন্টি ক্রিকেটকে অন্যরকম জৌলুস দিয়েছে। পাশাপাশি ক্রিকেটারদের ও আয়োজকদের আর্থিকভাবেও লাভবান করেছে। টি-টোয়েন্টি অর্থ এবং জৌলুস আনলেও এটা কিন্তু ক্রিকেটারদের মাপকাঠি নয়। আসল খেলা হলো টেস্ট এরপর ওয়ানডে। আপনি যদি শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী এবং ভিভিএস লক্ষণকে দেখেন, ওরা টেস্টে তাদের প্রতিভা দেখিয়েছেন। ’

দেশের হয়ে ৩৬টি টেস্ট, ১৭৯টি ওয়ানডে ও ৫৪টি টি-টোয়েন্টি খেলেছেন মাশরাফি। ২০০৯ সালে ইনজুরিতে পড়ার পর আর টেস্টে ফেরা হয়নি। ‘সেরা বাঙালি-২০১৭’তে মাশরাফিকে নিয়ে একটি ডিভিও চিত্র তৈরি করা হয়েছিল। সেখানে ইনজুরির সঙ্গে লড়াই নিয়ে মাশরাফি জানান, ‘আমার ক্যারিয়ারের শুরুতেই ইনজুরড হয়ে যাই। প্রথমবার অপারেশন করি বেঙ্গালুরুতে। দ্বিতীয়বার ২০০৩ সালে আবার আমি ইনজুরড হই। তারপর থেকে আমি দীর্ঘ সময় খেলি। কিন্তু ২০০৮ সাল থেকে পরপর তিন-চার বার আমার ইনজুরি হয়। তবে আমি মানসিকভাবে অনেক শক্ত ছিলাম। খেলাটার প্রতি অনেক ভালোবাসা আছে। সব সময় চিন্তা করেছি ক্রিকেট না খেললে আমি কি করবো...। ’

ক্রিকেটে বাঙালিদের গর্ব মাশরাফি এবং বাঙালিকে বিশ্ব দরবারে উপস্থাপন করে তিনি বিশেষ অবদান রেখেছেন। আধুনিক ক্রিকেটে যিনি বাংলাদেশকে অনেক দূর নিয়ে গেছেন। মাশরাফির বলিষ্ঠ নেতৃত্বগুণে বদলে গেছে বাংলাদেশ জাতীয় দল। অভিজ্ঞদের পাশাপাশি একঝাঁক প্রতিভাবান তরুণদের সমন্বয়ে গড়া দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ‘নড়াইল এক্সপ্রেস’র অধিনায়কত্বে টানা ছয়টি ওয়ানডে হোম সিরিজ জেতা টিম বাংলাদেশ এখন ক্রিকেট বিশ্বেই এক পরাশক্তি দলের নাম।

২০১৪ সালে একের পর এক হারে যখন ছন্নছাড়া বাংলাদেশের ক্রিকেট, তখন মাশরাফির উপর রঙিন পোশাকের নেতৃত্বভার উঠে। তার হাত ধরে ২০১৫ বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলার গৌরব অর্জন করে টাইগাররা। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলার কীর্তিতে নিজেদের নতুন উচ্চতায় তুলে ধরে লাল-সবুজের জার্সিধারীরা।

ক্যারিয়ার জুড়ে ইনজুরির সঙ্গে লড়েও একটুও দমে না গিয়ে ক্রিকেটে নিজ দেশকে উজাড় করে দিয় চলেছেন মাশরাফি। গত ৬ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে হঠাৎই অবসর নেন মাশরাফি। ২০০৬ সালে জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে মাশরাফির টি-টোয়েন্টির পথযাত্রা শুরু হয়েছিল। ৫৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে মাশরাফি নিয়েছেন ৪২টি উইকেট। আর মাশরাফির নেতৃত্বে ২৮টি টি-টোয়েন্টি খেলে টাইগাররা জয় পেয়েছে ১০টি ম্যাচে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ৩০ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।