ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পরীক্ষিত পারফরমার মুশফিকের সেরাটা দেওয়ার প্রত্যয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
পরীক্ষিত পারফরমার মুশফিকের সেরাটা দেওয়ার প্রত্যয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিষয়টা অনুমিতই ছিল, হয়ে গেল বাকি আনুষ্ঠানিকতা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে আইকন ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমকে দলে টেনেছে গতবারের রানার্সআপ রাজশাহী কিংস। অনুষ্ঠানে মুশফিক ছাড়া আরও উপস্থিত ছিলেন রাজশাহী কিংসের দুই স্বত্ত্বাধিকারী হাফিজুর রহমান ও শামীম হাসনাত।

গত আসরে বরিশাল বুলসের হয়ে খেলেছেন মুশফিক। তবে, বরিশাল বুলসের অন্যতম কর্ণধারের অপ্রীতিকর মন্তব্যে মুশফিক এবার নাম লেখান রাজশাহীতে।

বগুড়ার ছেলে মুশফিক বিপিএলের প্রথম আসরে খেলেছিলেন দুরন্ত রাজশাহীর হয়ে। এর পরের দুই আসর সিলেটে কাটিয়ে চতুর্থটিতে পাড়ি জমান বরিশাল বুলসে। বিপিএলের গত আসরে বরিশাল বুলসের আইকন প্লেয়ার ও অধিনায়ক এই আসর দিয়ে ফের ফিরলেন রাজশাহীতে।

কিংসদের হয়ে মাঠের লড়াইয়ে নামতে আইকন প্লেয়ার হিসেবে মঙ্গলবার (০১ আগস্ট) সকল আনুষ্ঠানিকতা শেষ করলেন টাইগারদের এই টেস্ট অধিনায়ক। এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিপিএলের গত আসরের দুর্দান্ত খেলা রাজশাহী কিংস।

আইকন প্লেয়ার হিসেবে যোগদানের পর সংবাদ মাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় মুশফিক বলেন, ‘টি-টোয়েন্টি এমন একটা খেলা এখানে কেউ একা খেললে হবে না। আপনি যদি গত চারটি আসরের দিকে খেয়াল করে দেখেন, চারটি আসরের  সর্বোচ্চ রান সংগ্রাহক কিন্তু আমি। কিন্তু আমার কাছে কোনো যাদু ছিল না। এখানে আপনাকে অবশ্যই দল হিসেবে পারফর্ম করতে হবে। আর আমি যেখানেই খেলি না কেন, চেষ্টা করি নিজের শতভাগ দিতে। আশা করছি এবারও যেন আমি ব্যক্তিগতভাবে ভালো খেলতে পারি এবং আমার যে সতীর্থরা আছে তাদের নিয়ে টুর্নামেন্টের ফলাফল আমাদের পক্ষেই নিয়ে আসতে পারি। ’

বিপিএলের এবারের আসরে করা নিয়মানুযায়ী নিলামের আগে প্রতিটি দলই আগের আসরে খেলা চারজন করে প্লেয়ার রেখে দিতে পারবে। সেই হিসেবে দলটি রেখে দিয়েছে মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ ও ফরহাদ রেজাকে। আর বিদেশি প্লেয়ারদের তালিকায় থাকবে পাঁচজন। বিদেশি হিসেবে মুশফিক পাচ্ছেন লুক রাইট, ম্যালকম ওয়ালার, লিন্ডল সিমন্স, সামিত প্যাটেল ও কেসরিক উইলিয়ামসকে।

এদিকে অধিনায়ক হিসেবে গত আসরে খেলা ড্যারেন স্যামিকে হয়তো এবারের আসরে নাও দেখা যেতে পারে। জানা গেছে দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টির গ্লোবাল আসর নিয়ে তিনি ব্যস্ত থাকবেন। তাহলে অধিনায়ক কে হবেন? এমর প্রশ্নের জবারে রাজশাহী কিংস কর্তৃপক্ষ জানালেন, সেই বিষয়টি তারা এখনও নির্ধারণ করেনি। টিম কম্বিনেশনের কথা বিবেচনা করে পরে বিষয়টি ঠিক করা হবে।

বাংলাদেশ সময় ১৯২৫ ঘণ্টা, ১ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।