ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সমঝোতায় অস্ট্রেলিয়া, বাংলাদেশ সফরে বাধা নেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
সমঝোতায় অস্ট্রেলিয়া, বাংলাদেশ সফরে বাধা নেই ছবি:সংগৃহীত

অবশেষে বেতন-ভাতা নিয়ে সমঝোতায় পৌঁছালো ক্রিকেট অস্ট্রেলিয়া ও দেশটির ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে নতুন করে চুক্তি সম্পন্ন করেছে বোর্ড। আর এই সমঝোতার ফলে চলতি মাসেই অস্ট্রেলিয়ার দুই ম্যাচ টেস্ট খেলতে বাংলাদেশ সফরটি নিশ্চিত হয়ে গেল।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) সকালে মেলবোর্নে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসেসিয়েশনের (এসিএ) মধ্যে এই চুক্তিটি সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন সিএ’র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ও এসিএ’র মুখপাত্র অ্যালিস্টার নিকোলসন।

ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে আশা করা হচ্ছে আজ দুপুরের মধ্যেই দু’পক্ষের মধ্যে পাঁচ বছরের সমঝোতা স্মারক চুক্তি হবে।

এর আগে বেতন-ভাতার দ্বন্দ্বে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের ঝামেলায় দেশটির ভবিষ্যত সফর অনিশ্চয়তার জন্ম দেয়। বোর্ডের সঙ্গে নতুন চুক্তিতে সম্মত না হওয়ায় দেশটির প্রায় ২৩০ জন ক্রিকেটার এখন বেকার হয়ে পড়েছিলো। আর ভবিষ্যত সফরে সবার আগেই ছিলো বাংলাদেশ সফর। তবে এখন সমঝাতায় পৌঁছানোয় বাংলাদেশ সফরে আর কোনো বাধা রইল না।

প্রসঙ্গত, ২০০৬ সালের পর আর টেস্ট খেলতে বাংলাদেশ সফর করেনি অস্ট্রেলিয়া। আসন্ন সিরিজটি হওয়ার কথা ছিল ২০১৫ সালের অক্টোবরে। কিন্তু নিরাপত্তার অযুহাত দেখিয়ে অফিসিয়ালি তা স্থগিত করে সিএ। গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি তারা।

আগামী ১৮ আগস্ট দুই ম্যাচ টেস্ট খেলতে বাংলাদেশে আসবে অজি দল। এর আগে ডারউইনে প্রস্তুতি ক্যাম্প করবে দলটি। আগামী ২৭ আগস্ট মিরপুরে প্রথম টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ০৩ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।