ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে বিসিবির স্বস্তি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে বিসিবির স্বস্তি জালাল ইউনুস-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গুলশানে তার নিজস্ব কার্যালয়ে এমনটি জানিয়েছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া ও দেশটির ক্রিকেটারদের মাঝে দীর্ঘ দিনের সৃষ্ট ঝামেলার ইতি হয়েছে। ফলে দেশটির বাংলাদেশ সফর এখন নিশ্চিত।

 সমঝোতায় অস্ট্রেলিয়া, বাংলাদেশ সফরে বাধা নেই

এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘ক্রিকেট বোর্ড থেকে আমরা কখনও এত টেনশনে ছিলাম না। আপনারা জানেন যে উই আর কোয়াইট কনফিডেন্ট। আপনারা জানেন যে তাদের একটা অভ্যন্তরীন সমস্যা ছিল। আমরা জানি যে একদিন না একদিন তারা এটা সমাধান করে ফেলবে। আমরাও আশা করছিলাম যেহেতু আমাদের সিরিজটা শুরু হওয়ার কথা আগস্ট মাসের শেষের দিকে এজন্য হাতে সময় ছিল। আর এটাও আমাদের আত্মবিশ্বাস ছিল যে আমাদের সিরিজটা শুরুর একদিন আগেও যদি নিশ্চিত করতো সেভাবে আমরা প্রস্ততি নিয়ে রেখেছি। ’

‘যদি একদিন আগে তারা আসবে জানাতো ওইভাবেও আমরা তাদের ওয়েলকাম করতে পারতাম। তো আমরা ডেফিনিটলি কোয়াইট হ্যাপি যে এই সিরিজটা হতে যাচ্ছে। কারণ আমাদের জন্য এ সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। স্পেশালি বাংলাদেশে আমাদের সুযোগ হয় না টেস্ট খেলার। আমাদের দেশে হোম গ্রাউন্ডে দুইটা টেস্ট খেলবো এইটা একটা বড় ব্যাপার এবং সেটা হতে যাচ্ছে সেজন্য আমরা ডেফিনিটলি খুশি অ্যান্ড ডেফিনিটলি উই আর লুকিং ফরোয়ার্ড দ্য সিরিজ ভেরি সিরিয়াসলি। ’-যোগ করেন জালাল ইউনুস।

প্রসঙ্গত, ২০০৬ সালের পর আর টেস্ট খেলতে বাংলাদেশ সফর করেনি অস্ট্রেলিয়া। আসন্ন সিরিজটি হওয়ার কথা ছিল ২০১৫ সালের অক্টোবরে। কিন্তু নিরাপত্তার অযুহাত দেখিয়ে অফিসিয়ালি তা স্থগিত করে সিএ। গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি তারা।

আগামী ২৭ আগস্ট মিরপুরে প্রথম টেস্ট শুরু হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ৩ আগস্ট, ২০১৭
এমএমএস/এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।