ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডিফেন্সিভ নয়: মুশফিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডিফেন্সিভ নয়: মুশফিক বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: একটা সময় ছিল বড় দলের বিপক্ষে মাঠে নামার আগেই হেরে বসতো বাংলাদেশ। টেস্টে কোনোমতে টেনেটুনে তিনদিন নিতে পারলেই ব্যাস। তার ওপর বাংলাদেশের পরিকল্পনা থাকতো ডিফেন্সিভ। সবমিলিয়ে নিদারুণ হার নিয়ে শেষ হতো খেলা।

কিন্তু সময় বদলেছে, গত কয়েক বছরের পারফরম্যান্স বলছে-বাংলাদেশ এখন যেকোনো দলকে হারাতে পারে। সেটা দেশে হোক কিংবা বিদেশে।

আসছে অস্ট্রেলিয়া সিরিজ। ঘরের মাঠের সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডিফেন্সিভ খেলবে না-তা স্পষ্টই জানিয়ে দিয়েছেন বাংলাদেশ দলপতি মুশফিকুর রহিম।

তিনি বলেছেন, ‘অ্যাগ্রেসিভ অবশ্যই থাকবো। তবে আমার মনে হয় ব্যালেন্স থাকাটাও জরুরি। ’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলা জাতীয় দলের এক সপ্তাহের অনুশীলন ক্যাম্পের তৃতীয়দিনে সোমবার (৭ আগস্ট) দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হন মুশফিকুর রহিম।

সেখানে অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশের পরিকল্পনার কথা জানালেন মুশফিক।

মুশফিকুর রহিম বলেন, ‘এখন ডিফেন্সিভ খেলা খুব কমই হচ্ছে। গত ৫-৭ বছর ধরে যেসব টেস্ট খেলা হয়েছে সবগুলোতে অনেক রানও হয়েছে, অনেক উইকেটও পড়েছে। এমনকি রানরেটও অনেক ভালো ছিল। আমরাও ডিফেন্সিভ খেলবো না। অ্যাগ্রেসিভ অবশ্যই থাকবো। আমার মনে হয় ব্যালেন্স থাকাটাও জরুরি। ’

বাংলাদেশের সঙ্গে সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়া শক্তিশালী করেছে স্পিন বিভাগ। তবে এ নিয়ে মোটেও বিস্মিত নন মুশফিকুর রহিম।

বলেন, ‘তাদের একজন বোলার ছাড়া বাকি সবাইকে আমরা চিনি। আর আমাদের সর্বশেষ সিরিজগুলো বিবেচনায় এনে হয়তো তারা বেশ কয়েকজন স্পিনার নিয়ে আসছেন। আমরাও সেভাবে প্রস্তুতি নিয়ে রাখছি। ’

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।