ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেল এন্ডাররা একদিন জিতিয়ে দেবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
টেল এন্ডাররা একদিন জিতিয়ে দেবে বাংলাদেশ দলের অনুশীলন। ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বাংলাদেশ দলের চট্টগ্রাম ক্যাম্পের অনুশীলন পর্বের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল-তামিম-মুশফিকদের মতো তাসকিন-রুবেলরাও ব্যাটিংয়ে সমান গুরুত্ব পাওয়া।

ব্যাটিং পরামর্শক মার্ক ও’নিল বিশেষ গুরুত্ব দিচ্ছেন টেল এন্ডারদের নিয়েও। তিনদিনের অনুশীলন পর্বে টেল এন্ডার ব্যাটসম্যানদের বোলিংয়ের পাশাপাশি এভাবে ব্যাটিং অনুশীলনে মনোযোগী হওয়ার গুরুত্ব বুঝিয়েছেন মুশফিকুর রহিম।

মুশফিকুর রহিম বলেন, ‘বিশ্বের ৫-৬টি টিম আছে দেখবেন যাদের টেল এন্ডাররা অ্যাভারেজে ২০ করে রান করে। টেস্টে টেল এন্ডাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ’

মার্ক ও’নিল টেল এন্ডারদের নিয়ে কাজ করছেন জানিয়ে মুশফিক বলেন, মার্ক ও’নিলের সঙ্গে আমি কথা বলেছি। আমার খুব ভালো মনে হয়েছে। তিনি আমাদের ব্যাটিংয়ের বেসিক জিনিসগুলো রিমান্ডার দিচ্ছেন বারবার। নতুন একজনের কাছ থেকে যখন শুনবেন তখন আপনার সেটি পুনরায় কাজে দেবে। আর নতুন একজনের চোখ ভিন্ন কিছু দেখতে পারে। আর তিনি টেল এন্ডারদের নিয়ে খুব ভালো কাজ করছেন। ’

‘হয়তো আমরা এর তাৎক্ষণিক ফল পাবো না। এই অনুশীলনটা যদি একবছর করে যায় ওরা (টেল এন্ডার) তাহলে পরবর্তীতে দেখবেন ওরা আমাদের ম্যাচও জিতিয়ে দিচ্ছেন। ’ বলেন মুশফিকুর রহিম

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।