ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচের বিকল্প ভেন্যু আসলে কোনটা?

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
প্রস্তুতি ম্যাচের বিকল্প ভেন্যু আসলে কোনটা? ফতুল্লা স্টেডিয়াম ও বিকেএসপি (ডানে)/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আগামী ২২ ও ২৩ আগস্ট অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচের ভেন্যু নিয়ে সম্ভবত দারুণ সংকটে পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাতে সময় আছে মাত্র ১৫ দিন কিন্তু এখনও বিকল্প ভেন্যু চূড়ান্ত হয়নি!

সিরিজের প্রাথমিক সূচিতে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচটি গড়ানোর কথা থাকলেও বৃষ্টির কারণে আউটারে পানি জমে থাকায় সেটা ইতোমধ্যেই বাতিল হয়ে গেছে।  বেহাল ফতুল্লায় থৈ থৈ পানি

তাহলে বিকল্প ভেন্যু কোনটি? বিসিবি’র এক এক পরিচালক বলছেন এক এক কথা।

কেউ বলছেন মিরপুর, কেউ বিকেএসপি আবার কেউ বলছেন রাজধানীর ধানমন্ডির ইউল্যাব মাঠের কথা! বিকল্প ভেন্যু প্রসঙ্গে সেদিন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূঁইয়া বলেছিলেন; মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের কথা।

বিকল্প ভেন্যু হিসেবে মিরপুর নিয়ে তার ব্যাখ্যা ছিল, ‘মিরপুরে বেশ কয়েকটি পিচ আছে। তাছাড়া এই ধরণের একটা ম্যাচের প্রচারে মিডিয়ার ‍অনেক বড় একটা সমর্থণ দরকার। দর্শকদেরও একটা চাহিদা আছে। অনুশীলন ম্যাচ হলেও যেহেতু প্রতিপক্ষ অস্ট্রেলিয়া তাই ঢাকা, নারায়ণগঞ্জসহ পার্শ্ববর্তী অন্যান্য এলাকা থেকে প্রচুর দর্শক সমাগম হবে। শুধু তাই না, ওদের যেসব মিডিয়া আসবে তাদের লজিস্টিক সাপোর্টও আমাকে দিতে হবে। তারা তো আমাদের মেহমান। মেহমানকে আমি কীভাবে যত্ন নিলাম সেটাও দেখার বিষয়। ’

হানিফ ভূঁইয়ার কথায় নির্ভারতা মিলেছিল। যাক তাহলে বুঝি ভেন্যু সমস্যার সমাধান হলো। কিন্তু তার কিছুদিন পরে যখন বিসিবির মিডয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বললেন, ম্যাচটি বিকেএসপিতে অনুষ্ঠিত হবে, মুহূর্তে সেই নির্ভারতা উবে গেল।

বিকল্প ভেন্যু হিসেবে বিকেএসপি নিয়ে জালাল ইউনুসের বক্তব্য ছিল, ‘ফতুল্লা না হলে বিকেএসপি আমাদের অপশন। আমরা বিকেএসপি রেডি করছি। আপনারা জানেন যে আগেও বিকেএসপিতে অনুশীলন ম্যাচের ব্যবস্থা করেছিলাম। জিম্বাবুয়ে এসেছিল এর আগে। মিডিয়ার জন্য অবশ্যই ব্যবস্থা থাকবে। আপনারা যাতে করে ভালোভাবে কাভার করতে পারবেন সেই ব্যবস্থা থাকবে। ’

আর সোমবার (৭ আগস্ট) বাংলাদেশ ক্রিকেটের আম্পায়ার্স ও শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল বললেন রাজধানীর ধানন্ডির ইউল্যাব মাঠের কথা। বিসিবি সিইও নাকি এদিন সকালেই ওই মাঠ পরিদর্শন করে এসেছেন।

বিকল্প ভেন্যু ইউল্যাব মাঠ নিয়ে শেখ সোহেলের যুক্তি হলো, ‘যেহেতু বিকেএসপি যেতে এক ঘণ্টার উপরে সময় লাগবে এবং রাস্তার অবস্থা খুবই খারাপ। তাই একটা জায়গা আমরা ফাইনাল করেছি। মাঠটি ইউল্যাবের, ধানমন্ডিতে। আপাতত এটাই আমরা বেছে নিয়েছি। আমরা ওইভাবেই করে দিচ্ছি যাতে কোন সমস্যা না থাকে। নিরাপত্তার কোন সমস্যা হবে না। ১০০ ভাগ নিরাপত্তা থাকবে। ’

বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ এই সিরিজকে সামনে রেখে বিসিবি তিন পরিচালকের তিন বক্তব্যে এদেশের অগণিত ক্রিকেট ভক্তরা আজ দ্বিধান্বিত। অবশ্য তাদের উপর দায় দিয়েও কোন লাভ নেই। হয়তো উপযুক্ত ভেন্যুটি মিলছে না বলেই তারা এভাবে বলছেন। তবে অনতিবিলম্বে উদ্ভূত সমস্যার সমাধানের সঠিক পথটি তারা খুজে পাবেন বলেই তাদের ওপর আস্থা রাখছেন ১৬ কোটির ক্রিকেট পাগল এই জাতি।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ৭ আগস্ট, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।