ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্ট দল ঘোষণা হতে পারে ১৯ আগস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
টেস্ট দল ঘোষণা হতে পারে ১৯ আগস্ট টেস্ট দল ঘোষণা হতে পারে ১৯ আগস্ট-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশ সফরে টেস্ট খেলতে আসছে অস্ট্রেলিয়া। আর দুই ম্যাচ টেস্ট সিরিজকে ঘিরে ইতোমধ্যেই ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ‍অজিরা। তবে আগামী ১৯ আগস্ট বাংলাদেশ দল ঘোষণা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজকে সামনে রেখে বর্তমানে চট্টগ্রামে বাংলাদেশ দল নিজেদের মধ্যে আয়োজিত তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে। আর এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ কেননা এখান থেকেই বিবেচনা করা হবে কারা দলে থাকছেন।

প্রস্তুতি ম্যাচের পরই ঢাকায় ফিরে কোচ, নির্বাচক, অধিনায়ক ও ম্যানেজমেন্ট মিলে মিটিং করবে ১৭ আগস্ট। মিটিংটি ১৮ আগস্টও হতে পারে। আর এই সভা থেকেই দল ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে দল ঘোষণা করা হবে শুধুমাত্র মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টের জন্য। প্রথম টেস্ট পরে ঘোষণা হবে দ্বিতীয় টেস্টের দল।

উল্লেখ্য, আগামী ২৭ আগস্ট মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। আর ৪ সেপ্টেম্বর মিরপুরে দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলা হবে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ০৯ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।