ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিরাজের অপেক্ষা বাড়ছে, সাকিবদের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
মিরাজের অপেক্ষা বাড়ছে, সাকিবদের জয় ছবি: সংগৃহীত

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সপ্তম ম্যাচে মাঠে নেমেছিল দুই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের জ্যামাইকা তালাওয়াশ এবং মেহেদি হাসান মিরাজের ত্রিনবাগো নাইট রাইডার্স। ম্যাচে ৪ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নেয় সাকিবের জ্যামাইকা।

ত্রিনবাগোর জার্সিতে মিরাজের অভিষেকের অধ্যায়টা শুরু হয়নি। তবে, শুরু থেকেই খেলছেন সাকিব।

পোর্ট অব স্পেনের এই ম্যাচেও মিরাজকে একাদশের বাইরে রেখে দল সাজিয়েছে শাহরুখ খানের দল ত্রিনবাগো। এদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জ্যামাইকা নিজেদের তৃতীয় ম্যাচেও সাকিবকে একাদশে রেখেছিল।

আগে ব্যাট করে ১৯.৫ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ত্রিনবাগো মাত্র ১৪৭ রান তোলে। জবাবে, ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে জ্যামাইকা।

ত্রিনবাগোর ওপেনার কিউই ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম ৯ বলে করেন ১৬ রান। আরেক ওপেনার সুনীল নারাইন ১১ বলে করেন ২৩ রান। তিন নম্বরে নামা কলিন মুনরো ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন ২৫ বলে। আর দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করতে ড্যারেন ব্রাভো খেলেন ২৫ বল। এছাড়া দিনেশ রামদিন ৫, দলপতি ডোয়াইন ব্রাভো ৫, সাদাব খান ৬, কেভিন কুপার ৫ রান করেন।

জ্যামাইকার দলপতি কুমার সাঙ্গাকারা সাকিবকে দিয়ে মাত্র ১ ওভার বল করান। বল হাতে খরুচে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ১২ রানের বিনিময়ে কোনো উইকেট পাননি সাকিব। কেরসিক উইলিয়ামস এবং ওডিয়ান স্মিথ তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট পান ক্রিসমার সান্তোকি। আর একটি করে উইকেট নেন দুই পাকিস্তানি ইমাদ ওয়াসিম-মোহাম্মদ সামি।

১৪৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে জ্যামাইকার দুই ওপেনার সাঙ্গাকারা-লেন্ডল সিমন্স ওপেনিং জুটিতে ৬১ রান তুলে নেন। ১৮ বলে চারটি চার আর তিনটি ছক্কায় ৩৮ রান করে বিদায় নেন সিমন্স। তিন নম্বরে নামা ম্যাকার্থি ৩ রান করে সাজঘরে ফেরেন। রভম্যান পাওয়েল ১৭ বলে ১৮ রান করে বিদায় নেন।

এরপর জুটি গড়েন লঙ্কান গ্রেট সাঙ্গাকারা আর সাকিব। স্কোরবোর্ডে আরও ৩০ রান যোগ করেন তারা। ৪১ বলে ৪৭ রান করে বিদায় নেন সাঙ্গাকারা। আগের ম্যাচে ব্যাট হাতে ৩২ বলে অপরাজিত ৪৪ রান করা সাকিব এই ম্যাচে ২২ বলে করেন ১৬ রান। তাতে কোনো বাউন্ডারির মার ছিল না। শেষ দিকে জোনাথন ফু’র ব্যাট থেকে আসে ১১ বলে ১৯ রান। আউট হওয়ার আগে দল জয় থেকে ছিল মাত্র ১ রান দূরে। ১৯.২ ওভার খেলেই জয় তুলে নেয় সাকিবের জ্যামাইকা।

ত্রিনবাগোর হয়ে কেভিন কুপার আর সুনীল নারাইন দুটি করে উইকেট তুলে নেন। একটি করে উইকেট পান সাদাব খান আর ডোয়াইন ব্রাভো।

নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নেওয়া ত্রিনবাগো প্রথম হারের স্বাদ পেল। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে হারা জ্যামাইকা টানা দুই ম্যাচে জয় তুলে নিল।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, ১০ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।