ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যোদ্ধা পাইলট হতে চেয়েছিলেন শোয়েব আকতার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
যোদ্ধা পাইলট হতে চেয়েছিলেন শোয়েব আকতার যোদ্ধা পাইলট হতে চেয়েছিলেন শোয়েব আকতার-ছবি:সংগৃহীত

পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আকতারকে বিবেচনা করা হয় বিশ্বের সবচেয়ে দ্রুততম ও ভয়ঙ্কর পেসার হিসেবে। তার মারাত্মক বোলিংয়ে আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন অসংখ্য নামকরা ব্যাটসম্যান। মাঠে উইকেট পেলে তার উদযাপনটা ছিলো ‘উড়ন্ত’।

সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে এই উদযাপনের ব্যাখ্যা দিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

টুইটারে নিজের উইকেট পাওয়ার পর উদযাপনের একটি ছবি পোস্ট করেছেন শোয়েব।

আর ক্যাপশনে লিখেছেন, ‘উইকেট পাওয়ার পর এমন উদযাপনের কারণ আমি যোদ্ধা পাইলট হতে চেয়েছিলাম। আর জেট বিমানের জন্য আমার আলাদা ভালোবাসা ছিলো। ’

তিনি আরও লেখেন, মিরাজ ও এফ১৬ ধরনের বিমান আমার বাসার ওপর দিয়ে সব সময় যেত। এই জেটগুলো আমাকে ছোট বাচ্চাদের মতো রোমাঞ্চিত করতো।

৪১ বছর বয়সী শোয়েব পাকিস্তান জাতীয় দলের হয়ে ৪৬টি টেস্ট ও ১৬৩টি ওয়ানডে খেলেছেন। ১৫টি টি-টোয়েন্ট ম্যাচেও মাঠে নেমেছেন তিনি। আন্তর্জাতিক সব ফরম্যাট মিলিয়ে ডানহাতি এ পেসার ৪৪৪টি উইকেট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ১০ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।