ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আবারও ব্যর্থ ইমরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
আবারও ব্যর্থ ইমরুল সাকলাইন সজিবকে অভিনন্দন জানাচ্ছে মুশফিক একাদশের খেলোয়াড়রা। ছবি: উজ্জ্বল ধর/বাংলানিউজ

চট্টগ্রাম: প্রথম ইনিংসে মাত্র ৫ রান করে শফিউলের বলে ফিরেছেন উইকেটের পেছনে লিটনকে ক্যাচ দিয়ে। বলের হিসেবে দ্বিতীয় ইনিংসে ইমরুলের ইনিংস স্থায়ী হলো আরও কম। এবার ৮ রান করলেও খেলেছেন মাত্র ৩ বল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ইমরুলের এই পারফরম্যান্স তার নিজের জন্য যতোটা হতাশার ততোটা ভাবাতে পারে দলকেও।

ইমরুল কায়েস দ্রুত ফিরলেও দিনের বাকি সময়টা পার করে দিয়েছেন সৌম্য সরকার ও নাজমুল হোসাইন শান্ত।

সৌম্য অপরাজিত আছেন ৯ রানে। শান্তর রান ৭। দ্বিতীয় দিন শেষে মুশফিক একাদশের রান ৫ ওভারে এক উইকেট হারিয়ে ২৪।

তারা এখনও তামিম একাদশের চেয়ে পিছিয়ে আছে ১৯ রানে। নাসির খেলেছেন দুর্দান্ত এক ইনিংস

নিচ্ছেন টেস্ট ম্যাচের প্রস্তুতি। কিন্তু দ্বিতীয় ইনিংসে ইমরুল শুরু করলেন টি-টোয়েন্টি মেজাজে। মুস্তাফিজুর রহমানের করা দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারের প্রথম দুই ওভারেই মারলেন দুটি চার। তৃতীয় বলেও ঠিক একইভাবে সীমানা পার করতে চাইলেন। কিন্তু অতিরিক্ত আক্রমণাত্বকের খেসারত দিলেন এবার। পয়েন্টে ধরা পড়লেন তানভির হায়দারের হাতে। ফলে মাত্র তিন বলেই শেষ হয় ইমরুল কায়েসের ইনিংস।

এর আগে তামিম একাদশের প্রথম ইনিংস থামে ২৮৩ রানে। আগের দিনে এক উউকেট হারিয়ে ৪৯ রান করা তামিম একাদশ এদিন মুমিনুল-নাসির আর তানভিরের ব্যাটে চড়ে যোগ করলো আরও ২৩৪ রান। দলের হয়ে মুমিনুল খেলেছেন সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস। এছাড়া নাসির হোসাইন ও তানভির হায়দারও পেয়েছেন হাফ সেঞ্চুরি। নাসির করেছেন ৬২, তানভির করেছেন ৫১।

মুশফিক একাদশের হয়ে রুবেল আর সাকলাইন সজিব পেয়েছেন তিনটি করে উইকেট। অন্যদিকে তাইজুল দুটি নাইম হাসান পান একটি উইকেট।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।