ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের বিপক্ষে ওয়ার্নারের দিকে তাকিয়ে লেহম্যান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
টাইগারদের বিপক্ষে ওয়ার্নারের দিকে তাকিয়ে লেহম্যান ছবি: সংগৃহীত

২০০৬ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে টেস্ট খেলতে আসছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই অস্ট্রেলিয়ার বর্তমান দলের কারোরই। টাইগারদের বিপক্ষে তো বটেই, বাংলাদেশ সফরেই প্রথমবারের মতো টেস্ট খেলতে আসছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের আইপিএল সতীর্থ অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।

আগামী ১৮ অগাস্ট বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। ঢাকার পর চট্টগ্রামে সাদা পোশাকে একটি ম্যাচ খেলবে ওয়ার্নাররা।

অজিদের কোচ ড্যারেন লেহম্যানের বিশ্বাস, বাংলাদেশ সফরে ভালো কিছুই দেখা যাবে উপমহাদেশে টেস্টে অনুজ্জ্বল ওয়ার্নারের ব্যাট থেকে।

এমন মনে করার কারণও আছে যথেষ্ট। উপমহাদেশের মাটিতে টেস্টে ওয়ার্নারের ব্যাটিং গড় মাত্র ৩০.৩৮! অথচ বিস্ফোরক এই বাঁহাতি ব্যাটসম্যানের অস্ট্রেলিয়ায় খেলা ম্যাচে ব্যাটিং গড় ৬০.১১। এশিয়ায় ২৫ ইনিংসে ওয়ার্নারের শতক মাত্র একটি, অর্ধশতক পাঁচটি।

লেহম্যান জানিয়েছেন, ‘আমি মনে করি, ওয়ার্নার বুঝতে পেরেছে, সে কি পারে আর কি পারে না। আমি আত্মবিশ্বাসী যে উপমহাদেশের মাটিতে ঘুরে দাঁড়াবে সে। দারুণ ফর্মেই আছে ওয়ার্নার। আমি এখন পর্যন্ত যা দেখেছি, সে ভালো ছন্দে আছে। সে ভারতে ভালো শুরু পেলেও নিজের ইনিংস টেনে নিতে পারেনি। ভারতের মাটিতে নিজের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ’

উপমহাদেশের মাটিতে টেস্টে ব্যাট হাতে নামের প্রতি সুবিচার করতে না পারা ওয়ার্নার ব্যাট হাতে ঘুরে দাঁড়ালে তা সবার জন্যই ভালো হবে বলে মনে করেন লেহম্যান, ‘সে যদি ইনিংস এগিয়ে নিতে পারে বাংলাদেশে আমাদের সিরিজ ভালো কাটবে। অস্ট্রেলিয়ায় সে স্বাভাবিক ব্যাটিং করে। বাংলাদেশ সফরে সেটা করলেই চলবে। ’

ওয়ার্নারকে নিয়ে আশাবাদী কোচ আরও যোগ করেন, ‘আমি তার ব্যাট থেকে বড় রানের (ইনিংস) অপেক্ষায় রয়েছি। এটা তার জন্য ভালো, দলের জন্য ভালো। ’

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ১১ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।