ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্রামটা তাদের সত্যিকারের ‘বিশ্রাম’ নয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
বিশ্রামটা তাদের সত্যিকারের ‘বিশ্রাম’ নয় ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম পেয়েছেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। তবে, ইংলিশ কাউন্টিতে খেলতে যাবেন ভারতের সেরা এই অলরাউন্ডার। কাউন্টি দল ওরচেস্টারশায়ারের জার্সিতে অভিষেকের অপেক্ষায় প্রথমবারের মতো কাউন্টিতে ডাক পাওয়া অশ্বিন।

গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে আগামী ২৮ আগস্ট মাঠে নামবে ওরচেস্টারশায়ার।

অশ্বিন ছাড়াও পেসার ইশান্ত শর্মা এবং ব্যাটসম্যান চেতশ্বর পুজারাও এবার খেলবেন ইংলিশ কাউন্টিতে।

ইশান্ত শর্মাকে নিশ্চিত করেছে ওয়ারউইকশায়ার, আর রানমেশিন পুজারা খেলবেন নটিংহ্যামশায়ারের জার্সিতে।

আগামী ৫ সেপ্টেম্বর অশ্বিনের ওরচেস্টারশায়ার আর পুজারার নটিংহ্যামশায়ারের ম্যাচ আছে। সে ম্যাচে দুই ভারতীয় সতীর্থের মুখোমুখি লড়াই দেখা যাবে। এছাড়া, দল নিশ্চিত না হলেও ইংলিশ কাউন্টিতে খেলার কথাবার্তা চলছে ভারতের আরেক তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার।

আগামী ২০ আগস্ট ডাম্বুলায় সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। কাউন্টিতে খেলতে যাওয়া অশ্বিন, জাদেজা, ইশান্ত শর্মা আর পুজারা এই চার ভারতীয় তারকা লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে নেই। বোর্ড তাদের বিশ্রাম দিলেও ভারতীয় ক্রিকেটাররা খেলতে যাচ্ছেন ইংল্যান্ডে!

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ১৪ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।