ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের বার্তা দিলেন হ্যান্ডসকম্ব-কার্টরাইট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
টাইগারদের বার্তা দিলেন হ্যান্ডসকম্ব-কার্টরাইট হিল্টন কার্টরাইট, পিটার হ্যান্ডসকম্ব

ঢাকা ও চট্টগ্রামের কন্ডিশন আর উইকেটকে মাথায় রেখে প্রস্তুতি ম্যাচ খেলছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। নিজেদের মধ্যে ভাগাভাগি করে দল দুটির নাম দিয়েছে ওয়ার্নার একাদশ-স্মিথ একাদশ। ওয়ার্নার একাদশের হয়ে ব্যাটিংয়ে নেমে পিটার হ্যান্ডসকম্ব দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন।

গত বুধবার থেকে ডারউইনে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে অস্ট্রেলিয়া। এখান থেকেই আগামী ১৮ আগস্ট ঢাকায় পৌছানোর কথা রয়েছে তাদের।

২০০৬ সালের পর এই প্রথম বাংলাদেশে টেস্ট খেলবে তারা।

ম্যাথু ওয়েডের বাংলাদেশ সফরে উইকেটের পেছনে দায়িত্ব পালন করার কথা। বাংলাদেশ সফরের আগে অজিদের দ্বিতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান হ্যান্ডসকম্ব সেঞ্চুরি করার পর জানালেন, ‘গ্লাভস হাতে আমি উইকেটের পেছনে যে দায়িত্ব পালন করি, সেটা এই মুহূর্তে বড় কথা নয়। বাংলাদেশ সফরের আগে আমি ব্যাট হাতে উইকেটের সামনের দায়িত্ব পালনে মনোযোগী। ব্যাটিংটাই আমার কাছে প্রথম ও প্রধান গুরুত্ব পাচ্ছে। একাদশে থাকা না থাকা টিম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করবে। তবে, এশিয়া সফরের আগে এমন রানের মধ্যে থাকাটা সত্যিই খুশির। ’

তিনি আরও জানান, ‘বাংলাদেশের কন্ডিশন আর তাদের উইকেট মাথায় রেখে ডারউইনে আমাদের প্রস্তুতি হয়েছে। এখানে বাংলাদেশের মতোই উইকেট পেয়েছি। ভারত সফরে এই উইকেট আমাদের কাজে লাগবে। বাংলাদেশের কন্ডিশনে প্রচুর খাটতে হয়। এখানে ব্যাটিংয়ে নামার আগে আমি সিদ্ধান্ত নিয়েছি লম্বা সময় ধরে ব্যাট করবো। আমি সেটি করতে পেরেছি, সেঞ্চুরি পেয়েছি। ’

প্রস্তুতি ম্যাচে মারারা ওভালে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৬০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ওয়ার্নার একাদশ। হ্যান্ডসকম ১৩০ বলে করেন ১০৫ রান। অলরাউন্ডার হিল্টন কার্টরাইট ১২০ বলে করেন ৮১ রান। এই জুটি থেকে উঠেছে ১৭৪ রান। অ্যাশটন অ্যাগার করেছেন ১৪ রান। দলপতি ওয়ার্নার ৪ রানে সাজঘরে ফেরেন। ব্যাট হাতে ঝড় তোলা জ্যাক হুইটহেরাল্ড মাত্র ৫২ বলে করেন ৯৬ রান।

১৩ ওভারে ৯৪ রানে উইকেটশূন্য ছিলেন লেগ স্পিনার সোপেয়সন। ৬ ওভারে ৫২ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন পার্টটাইম বোলার স্মিথ। হ্যাজেলউড ১৩ ওভারে ৩০ রান খরচায় নেন ২ উইকেট। ৬ ওভারে ৪৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ম্যাক্সওয়েল। বাঁহাতি স্পিনার অ্যান্ড্রু ৯ ওভারে ৪৭ রান খরচ করেও উইকেটশূন্য ছিলেন।

স্মিথ একাদশ ব্যাটিংয়ের শুরুতেই হোঁচট খায়। ওপেনার ম্যাট রেনশ আর উসমান খাজা দুজনেই ৬ রান করে বিদায় নেন। দিন শেষে স্মিথ একাদশের সংগ্রহ ২ উইকেটে ৩২ রান। অধিনায়ক স্মিথ ১১ ও গ্লেন ম্যাক্সওয়েল ৭ রানে অপরাজিত আছেন। নাথান লায়ন, কেন রিচার্ডসন একটি করে উইকেট পেয়েছেন।

স্টিভেন স্মিথ একাদশ: ম্যাট রেনশ, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, মার্কাস স্টয়নিস, ক্রিস ট্রেমেইন, মিচেল সোয়েপসন, জশ হ্যাজেলউড, টম অ্যান্ড্রু, জ্যাকসন বার্ড।

ডেভিড ওয়ার্নার একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, হিল্টন কার্টরাইট, পিটার হ্যান্ডসকম, অ্যাশটন অ্যাগার, জ্যাক হুইটহেরাল্ড, প্যাট কামিন্স, নাথান লায়ন, কেন রিচার্ডসন, অ্যাডাম জ্যাম্পা, জন হল্যান্ড।

বাংলাদেশের বিপক্ষে বহুল প্রতীক্ষিত দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। স্মিথ, ওয়ার্নার, ম্যাক্সওয়েলরা থাকলেও ১৩ সদস্যের ঘোষিত দল থেকে বাদ পড়েছেন মিচেল স্টার্ক ও স্টিভ ও’কিফ।

বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাশটন অ্যাগার, হিল্টন কার্টরাইট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেলউড, উসমান খাজা, নাথান লায়ন, গ্লেন ম্যক্সওয়েল, জেমস প্যাটিনসন, ম্যাট রেনশ ও ম্যাথু ওয়েড।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ১৪ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।