ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এটাই সময় তাদের পাশে দাঁড়ানোর: সাব্বির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
এটাই সময় তাদের পাশে দাঁড়ানোর: সাব্বির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ভয়াবহ বন্যার কবলে উত্তরবঙ্গের মানুষ। উত্তরাঞ্চলের জেলাগুলোতে বন্যা আরও খারাপের দিকে এগোচ্ছে। মানবেতর জীবনযাপন করতে থাকা সেখানকার সাধারণ মানুষের পাশে থাকার অনুরোধ জানালেন টাইগারদের অন্যতম সদস্য সাব্বির রহমান।

নিজের ফেসবুক পেজে বন্যার্তদের ছবি পোস্ট করার পাশাপাশি একটি বার্তা শেয়ার করেছেন সাব্বির। সেখানে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

ক’দিন আগেই টাইগারদের সিনিয়র সদস্য ও টেস্ট দলপতি মুশফিকুর রহিম বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছিলেন।

সাব্বির লিখেছেন, ‘সাম্প্রতিক বন্যায় উত্তরাঞ্চলের মানুষেরা চরম দুর্ভোগে রয়েছে। বন্যার ফলে ঐ এলাকার মানুষদের ঘর-বাড়ি, ফসল, গবাদি পশু সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষেরা না খেয়ে আছে, দুর্বিষহ জীবন-যাপন করছে। তাদের দুরবস্থার কথা ভাষায় প্রকাশ করার মতো নয়। ’

তিনি আরও লিখেছেন, ‘এটাই সময় তাদের পাশে দাঁড়ানোর। আমি আপনাদের সকলকে আহবান জানাচ্ছি যার, যা কিছু আছে তাই নিয়ে এসকল মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। ’

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ১৭ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।