ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

‘বিস্কুট’ খেতে মানা শ্রীলঙ্কান ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
‘বিস্কুট’ খেতে মানা শ্রীলঙ্কান ক্রিকেটারদের ‘বিস্কুট’ খেতে মানা শ্রীলঙ্কান ক্রিকেটারদের-ছবি:সংগৃহীত

বিশ্বে চা রপ্তানি করে ব্যাপক অর্থ আয় করে শ্রীলঙ্কা। তাদের চায়ের খ্যাতিও রয়েছে বেশ। তবে এই চায়ের সঙ্গে ভিজিয়ে আর বিস্কুট খেতে পারছেন না দেশটির ক্রিকেটাররা! পাঠকরা ভুল শুনছেন না, এমনই নিষেধাজ্ঞা পেয়েছেন লঙ্কান ক্রিকেটাররা।

তবে তথ্যে একটু এদিক-ওদিক আছে। শুধুমাত্র খেলা চলাকালীন ড্রেসিং রুমে বিস্কুট খেতে পারবেন না দেশের তারকারা।

খেলোয়াড়দের ফিটনেসের কথা বিবেচনা করেই এমন নিষেধাজ্ঞা দিয়েছেন লঙ্কান ক্রিকেটের ফিজিও ও ট্রেনার।

এ প্রসঙ্গে টিম ম্যানেজার আসানকা গুরুসিনহা বলেন, ‘আমাদের ফিজিও ও ট্রেনার ড্রেসিং রুমে বিস্কুট নিষিদ্ধ করেছেন। ’

সেই চ্যাম্পিয়নস ট্রফির পর থেকেই শ্রীলঙ্কান দলের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সমালোচনা হচ্ছে। যেখানে পরবর্তীতে তারা ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ৩-২ ব্যবধানে হেরেছে। এরপর ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। প্রথম ওয়ানডেতেও নাকানি-চুবানি খেয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ২২ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।