ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিতে আফ্রিদির প্রথম সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
টি-টোয়েন্টিতে আফ্রিদির প্রথম সেঞ্চুরি ছবি: সংগৃহীত

ম্যাচ শুরুর আগে কোচ ও অধিনায়কের সঙ্গে কথা বলে ওপেনিংয়ে নামার ইচ্ছা ব্যক্ত করেন। টিম ম্যানেজমেন্টও রাজি হয়ে যায়। সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহারই করেছেন শহীদ আফ্রিদি। বিধ্বংসী ব্যাটিংয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে থামেন পাকিস্তান আইকন।

ম্যাচ উইনিং পারফরম্যান্সে হ্যাম্পশায়ারকে টি-২০ ব্লাস্ট টুর্নামেন্টের সেমিফাইনালে তুলেছেন ‘বুমবুম’ আফ্রিদি। মাত্র ৪২ বলে শতক পূর্ণ করেন ৩৭ বছর বয়সী এ তারকা অলরাউন্ডার।

তাতে ছিল ১০টি চার ও ৭টি ছক্কার মার।

সেঞ্চুরির পরের বলেই আউট হয়ে যান। ১৩তম ওভারে ম্যাট হেনরির বলে  বেন কটনের হাতে ধরা পড়েন। সাজঘরে ফেরার সময় আফ্রিদির নামের পাশে ৪৩ বলে ১০১।

ডার্বির কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে আফ্রিদির ঝড়ো ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ৮ উইকেটে ২৪৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় হ্যাম্পশায়ার। জবাবে ১৪৮ রানে গুটিয়ে যায় ডার্বিশায়ার।  

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ২৩ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।