ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

থাইল্যান্ড যেতে হতে পারে মোসাদ্দেককে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
থাইল্যান্ড যেতে হতে পারে মোসাদ্দেককে থাইল্যান্ড যেতে হতে পারে মোসাদ্দেককে-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: চোখের উন্নত চিকিৎসার জন্য শেষ পর্যন্ত থাইল্যান্ড যেতে হতে পারে বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে। অবশ্য মোসোদ্দেকের চোখের চিকিৎসক বলেছেন আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে।

তাতে পুরোপুরি ঠিক না হলে তবেই তাকে চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ।

মোসাদ্দেকের ব্যাপারে মেডিকেল বিভাগ থেকে বলা হয়, ‘ওর বাঁ চোখের কর্নিয়াতে একটি ভাইরাল ইনফেকশন হয়েছে।

চিকিৎসক বলেছেন আরও কয়েকটা দিন দেখার জন্য। যদি দেখি খুব বেশি উন্নতি হচ্ছে না তাহলে হয়তো আমরা ওকে বিদেশে পাঠানোর চেষ্টা করবো, সেক্ষেত্রে থাইল্যান্ড প্রস্তাব করবো। ’

তারা আরও যোগ করেন, ‘ওর চিকিৎসকেরা বলেছেন সময় লাগবেই, আপনি যে দেশেই নেন। তিন সপ্তাহ হয়ে গেছে আর কয়েকটা দিন অপেক্ষা করবো। তবে এ ধরনের সমস্যায় কোনো কোনো ক্ষেত্রে ৬ মাসও লেগে যায়। কিন্তু ওর উন্নতি হচ্ছে। ’

ছয় মাস লেগে গেলে তো মুশকিল। কেননা তাহলে অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ও সাউথ আফ্রিকা সফর নিয়েও থাকবে শঙ্কা।

এ প্রসঙ্গে মোসাদ্দেকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘তাদের কথা মতো চলছি, বিশ্রাম নিচ্ছি। পরবর্তীতে কি করবো, তা তারাই ঠিক করে দেবেন। ’

উল্লেখ্য গেল তিন সপ্তাহ ধরে চোখের সমস্যায় ভুগতে থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৪ সদস্যের দলে জায়গা  পেয়েও মুমিনুল হকের কাছে তা হারাতে হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। চোখের সমস্যায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে সাতদিনের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিতে পারেননি।

এরপর দল ঢাকায় ফিরলে অনুশীলনে যোগ দেন তিনি। তবে সূর্যের আলোয় অনুশীলনে সমস্যা হওয়ায় এখন বিশ্রাম নিয়ে তার সময় কাটছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।