ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হাউজুয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
হাউজুয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম হাউজুয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম-ছবি:সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবালকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করলো বিশ্বনন্দিত মোটর সাইকেল ব্র্যান্ড হাউজুয়ে। আজ (২৩ আগস্ট) রাজধানীর লেকশোর হোটেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

২শ’ কোটির বেশি মার্কিন ডলার সম্পত্তি নিয়ে হাউজুয়ে হোল্ডিংস চীনের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। গত ১৪ বছর ধরে ধারাবাহিকভাবে চীনের ১ নম্বর ব্র্যান্ড হাউজুয়ে বাইক এবং বর্তমানে জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের ৮০টির বেশি দেশ ও অঞ্চলে হাউজুয়ে রপ্তানি করা হচ্ছে।

বাংলাদেশে হাউজুয়ে হোল্ডিংস লিমিটেডের একমাত্র পরিবেশক ও এজেন্ট কর্ণফুলী হুইলস লিমিটেডের পরিচালক রাইমা চৌধুরী তামিমের সাথে চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়াও, চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাউজুয়ের জেনারেল ম্যানেজার ইউ ইয়ং, ওভারসিজ ম্যানেজার নি শিয়াও ডান, ভারসিজ মার্কেটিং বিভাগের লি জিয়ান এবং কর্ণফুলী হুইলস লিমিটেড এর জেনারেল ম্যানেজার (হেড অব বিজনেস) মো. মোজাম্মেল হক।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়ে তামিম ইকবাল বলেন, ‘হাউজুয়ের মতো বিশ্বনন্দিত, প্রতিষ্ঠিত ও বিশ্বস্ত একটি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ধারাবাহিক পারফরম্যন্স ও নির্ভরযোগ্যতার কারণে হাউজুয়ে অনেক স্বল্পসময়ে বাংলাদেশের মোটরবাইক আরোহীদের মনোযোগ কেড়ে নিয়েছে। আমি হাউজুয়ের বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে রোমাঞ্চিত এবং ভবিষ্যতের একসাথে যাত্রার ব্যাপারে আশাবাদী। ’

২০১৪ সালে বাংলাদেশের বাজারে প্রথম যাত্রা শুরু করে হাউজুয়ে এবং শুরুর পর এখন পর্যন্ত মোটরসাইকেল ব্র্যান্ডটির পাঁচ হাজারের বেশি ইউনিট বিক্রি করা হয়েছে। শীর্ষস্থানীয় এ ব্র্যান্ডটির সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশের ইতিহাসের সেরা ওপেনারের যাত্রা বাংলাদেশের সম্প্রসারণশীল বাজারে হাউজুয়ের বিস্তৃতিতে সহায়তা করবে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ২৩ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।