ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

লর্ডসকেই এগিয়ে রাখলেন তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
লর্ডসকেই এগিয়ে রাখলেন তামিম লর্ডসকেই এগিয়ে রাখলেন তামিম

ঘনিয়ে আসছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজের সময়। আগামী ২৭ আগস্ট মিরপুরে দুই ম্যাচ টেস্টের প্রথমটিতে মুখোমুখি হবে দু’দল। এর আগে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এই তিন বিভাগেই নিজেদের ঝালিয়ে নিচ্ছে টাইগাররা। আর মূল ম্যাচে নিঃসন্দেহে ব্যাটিংয়ে বাংলাদেশের সেরা ভারসা তামিম ইকবাল।

গত প্রায় এক দশক ধরে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে আস্থা হয়ে আছেন বাঁহাতি ওপেনার তামিম। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সব ফরম্যাটেই তিনি বাংলাদেশের সেরা।

অজিদের বিপক্ষে কঠিন সিরিজের আগে নিউজ পোর্টাল ইসপিএনক্রিকইনফো তামিমকে নিয়ে দীর্ঘ একটি সাক্ষাতকার নিয়েছে। যেখান থেকে চুম্বক অংশ বাংলানিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো।  

প্রশ্ন: সেরা ইনিংস?

উত্তর: মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ১২৫ । যদিও ম্যাচটি আমরা হেরেছিলাম। তবে এই ইনিংসটিই আমার কাছে সেরা।

প্রশ্ন: সেরা শট?

উত্তর: কাভার ড্রাইভ।

প্রশ্ন: সবচেয়ে কঠিন স্পেলে খেলা?

উত্তর: ওয়েস্ট ইন্ডিজে খেলা একটা স্পেল, যেটা বল করেছিলো পেসার জেরম টেইলর। আমার মনে হয় বিশেষ করে এই স্পেলটাই আমার কাছে কঠিন ছিলো।

প্রশ্ন: কাল্পনিক ব্যাটিং লাইন আপ?

উত্তর: হেইডেন (ম্যাথিউ), গিলক্রিস্ট (অ্যাডাম), বিরাট কোহলি, রিকি পন্টিং ও জ্যাক ক্যালিস।

প্রশ্ন: প্রিয় মাঠ?

উত্তর: মিরপুর, হোম গ্রাউন্ড, যেখানে আমি সবচেয়ে বেশি ম্যাচ খেলেছি। আর এখানে খেলে আমি সবচেয়ে বেশি আনন্দ পাই।

প্রশ্ন: সেরা মাইলস্টোন উদযাপন?

উত্তর: অনেকগুলোই আছে। তবে আমি লর্ডসকে (১০৩ রান, ২০১০ সালে) এগিয়ে রাখবো।

প্রশ্ন: ভক্তের মজার মুহূর্ত?

উত্তর: একটা ঘটনা আছে, জেমি সিডন্স কোচ (২০০৭-২০১১) থাকাকালে একজন ভক্ত আমাদের কাছে এসেছিলো। সে মাশরাফির বড় সমর্থক। সে দাবি করেছিলো শোয়েব আকতার থেকেও জোরে বল করতে পারে। পরে আমি ব্যাটিংয়ে দাঁড়াই, সত্যি বলতে তার রানআপ দেখে আমি ভয় পেয়েছিলাম। তবে দুর্ভাগ্যবশত বল যখন মোকাবেলা করলাম, তা ছিলো খুবই ধীর গতির।

প্রশ্ন: সেরা বাঁহাতি ব্যাটসম্যান?

উত্তর: যুবরাজ সিং (ভারত)।

প্রশ্ন: টেস্টে প্রথম কার উইকেট চান?

উত্তর: বেন স্টোকস (ইংল্যান্ড)।

প্রশ্ন: সেরা সুপারহিরো?

উত্তর: ‘সুপারম্যান’, কেননা আমার যুবক বয়সে সবচেয়ে বেশি তার কথাই শুনেছি।

প্রশ্ন: নিজের সম্পর্কে সবচেয়ে মজার কোন কথাটি শুনেছেন?

উত্তর: আমার নাকি দুটো স্ত্রী আছে?

প্রশ্ন: মজার সতীর্থ?

উত্তর: তাসকিন (আহমেদ), সে ইয়াং ও মজার সতীর্থ।

প্রশ্ন: সেরা খাবার?

উত্তর: পোলাউ ও চিকেন রোস্ট।

প্রশ্ন: ছুটির দিনের সেরা জায়গা?

উত্তর: লন্ডন (ইংল্যান্ড), সেখানে আমি সবচেয়ে বেশি স্বস্তি পাই।

প্রশ্ন: ক্রিকেটার না হলে কি হতেন?

উত্তর: সম্ভবত ব্যবসা, কারণ আমার পরিবারের প্রচুর ব্যবসা রয়েছে। ফলে আমি হয়তো কোন একটি করতাম।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ২৩ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।