ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যস্ততার মাঝেই সফরকারীদের অক্সফাম পরিদর্শন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
ব্যস্ততার মাঝেই সফরকারীদের অক্সফাম পরিদর্শন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুই ম্যাট টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। নিজেদের সেরাটা দিতে প্রস্তুতির মাঝেই সময় বের করে ঢাকায় অবস্থিত আন্তর্জাতিক উন্নয়নমূলক সংস্থা অক্সফাম পরিদর্শনে গিয়েছিলেন অজি তারকা ক্রিকেটাররা।

দাতা সংস্থা অক্সফাম শহুরে স্থিতিস্থাপক প্রোগ্রামের অংশ হিসেবে কাজ করে চলছে। অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ঢাকা শহরের বস্তিবাসীদের জীবনমান, তাদের দৈনন্দিন কাজের খোঁজ করেছেন।

এছাড়া, প্রোগ্রামের দায়িত্বে থাকা অক্সফামের কর্তা ব্যক্তি, কর্মীদের সাথেও কথা বলেছেন।

স্থানীয় কর্মীরা কিভাবে কাজ করেন, পানি ও স্যানিটেশন সেবায় অক্সফামের কর্মীদের সংগ্রাম আর বাংলাদেশে অক্সফামের প্রতিকূলতা কিভাবে মোকাবেলা করেন কর্মীরা সেগুলো জানতে চেয়েছেন ক্রিকেটাররা।

অজি তারকা ব্যাটসম্যান ওসমান খাজা জানান, ‘এটা আমাদের ভিন্নধর্মী একটি অভিজ্ঞতা হলো। বাংলাদেশের কিছু প্রাপ্তবয়স্ক আর অপ্রাপ্তবয়স্কদের কাছে গল্প শুনেছি। তাদের সত্যিই অনেক কষ্ট করে বেড়ে উঠতে হয়। আসলে এটা জীবনের একটি অংশ। ’

অক্সফাম অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী হেলেন জোকির মতে, ‘এটা সত্যিই রোমাঞ্চকর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ব্যস্ততার মাঝেও সময় বের করে বাংলাদেশে অবস্থিত অক্সফামের প্রোগ্রাম পরিদর্শন করা। অস্ট্রেলিয়ার মানুষ ও সরকারের প্রতিনিধি হয়ে তারা সেখানে গিয়েছে। দারিদ্র্যের সাথে কিভাবে অক্সফাম লড়াই করে সেটা ক্রিকেটাররা শুনেছে। তারা আমাদের কাজে উৎসাহিত করেছে, আরও ভালো ধারনা দিয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।