ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আসছে টি-টেন, ৯০ মিনিটেই বাইশ গজের ফয়সালা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
আসছে টি-টেন, ৯০ মিনিটেই বাইশ গজের ফয়সালা ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেট থেকে ৫০ ওভারের ওয়ানডে ক্রিকেট। টেস্ট-ওয়ানডের পর শুরু হয় টি-টোয়েন্টি ফরমেট। এখন পর্যন্ত ক্রিকেটের এই তিনটিই স্বীকৃত ফরমেট। সিক্স-এ সাইড ক্রিকেট তো আছেই। এবার আসছে দশ ওভারের ক্রিকেট।

ফুটবলের মতোই ৯০ মিনিটের মধ্যে খেলা শেষ হয়ে যাবে। ইতোমধ্যে টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন ভারতের ড্যাশিং ওপেনার বীরেন্দ্রর শেবাগ, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, পাকিস্তানের শহীদ আফ্রিদি আর শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারা।

নতুন ধাঁচের দেড় ঘণ্টার ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত।

আয়োকরা জানান, ক্রিকেটে আরও বেশি গ্ল্যামার আর বাণিজ্যিকীকরণ করতেই দশ ওভারের ক্রিকেট শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঝোঁকের সঙ্গে সঙ্গে আপনাকেও বদলাতে হবে। নতুন ধারনা আর ফরমেটকে বরণ করে নিতে হবে।

টেন ক্রিকেট লিগ নামে এই প্রতিযোগিতার সভাপতি শাজি উল মুলক জানান, ‘শারজা ক্রিকেট স্টেডিয়ামে ২১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। আমরা এই নতুন ধাঁচের ক্রিকেট নিয়ে আশাবাদী। ক্রিকেট এবার ৯০ মিনিটের খেলা হয়ে যাচ্ছে। এতদিন আমরা টি-টোয়েন্টি ম্যাচ উপভোগ করেছি। এবার টি-টেন উপভোগ করার অপেক্ষা। দক্ষিণ এশিয়ার ক্রিকেট ক্রেজিদের কাছে এটা ভিন্ন মাত্রার আনন্দ দেবে। ’

এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পাকিস্তানের সাবেক দলপতি আফ্রিদি৷ তিনি পাখতুনস দলের অধিনায়ক থাকবেন। আফ্রিদি জানান, ‘আমি খুবই রোমাঞ্চিত। গ্রেট ক্রিকেটারদের নিয়ে এই টুর্নামেন্টে খেলবো। পাখতুনসকে নেতৃত্ব দেব। আশা করি পাখতুনস আপনাদের পূর্ণ শক্তির দলই দেবে। ’

চারদিনের এই টুর্নামেন্টে খেলবে ছয়টি দল৷ যে ছয়টি টিম খেলবে সেগুলো হলো টিম পাঞ্জাবিস, টিম পাখতুনস, টিম মারাঠা, টিম বাংলাস, টিম লঙ্কাস, টিম সিন্ধস এবং টিম কেরালাটিস৷ টুর্নামেন্টের উদ্বোধনেও অভুতপূর্ব চমক রয়েছে বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে৷ চারদিনের এই টি-টেন টুর্নামেন্টে ২০ জন সেলিব্রিটি পারফর্ম করবে৷

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।