ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

মাইলফলকের বিষয়টি মাথায় রেখেছেন সাকিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
মাইলফলকের বিষয়টি মাথায় রেখেছেন সাকিব ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টেস্ট খেলুড়ে বাকি ৯ দলের মধ্যে ৮ দেশের বিপক্ষেই ৫ উইকেট নেয়ার কৃতিত্ব সাকিবের আছে। নেই শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে। থাকবেই বা কীভাবে? অজিদের সাথে বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে ২০০৬ সালে, তখনতো টেস্টে তার অভিষেকই হয়নি।

তবে অনন্য সেই মাইলফলক থেকে খুব বেশি দূরে নন সাকিব। এই সিরিজে অজিদের বিপক্ষে ৫ উইকেট পেলেই টেস্ট খেলুড়ে ৯ দেশের বিপক্ষে ৫ উইকেটের অনন্য গাঁথা রচনা করতে সক্ষম হবেন।

মাইলফলক স্পর্শকারী সেই ৫ উইকেটের বিষয়টি সাকিব ভুলে যাননি। নিজের অনন্য এই রেকর্ডের বিষয়টি মাথায় রেখেই অজিদের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে আছেন এই বাঁহাতি স্পিনার, ‘এটা মনে আছে। চারটা ইনিংস আছে, দেখা যাক। কতোটা বেশি অবদান রাখতে পারি, সেটাই বড়। দেখা গেল অন্য কেউ ভালো বোলিং করে পাঁচ উইকেট পেলো, দলের জন্য সেটা ভালো। ’

বৃহস্পতিবার (২৪ আগস্ট) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে তিনি সংবাদ মাধ্যমকে অনন্য এই আকাঙ্খার কথা জানান। ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমবলে রাখা ভালো, টেস্ট ক্রিকেটের ইতিহাসে টেস্ট খেলুড়ে ৯ দলের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার প্রথম কৃতিত্ব শ্রীলঙ্কার কিংবদন্তি অফ স্পিনার মুত্তিয়া মুরালিধরনের। দ্বিতীয় বোলার হিসেবে তার পাশে জায়গা পান দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন। আর সবশেষ এই কৃতিত্বটি নিজের করে নিয়েছেন আরেক শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ।

তবে কাজটি চাইলেই করা যাবে এমন ভাবতে নারাজ সাকিব, ‘উইকেট পাওয়াটা নিজের হাতে নেই। দেখা যাবে অনেক সময় দারুণ বোলিং করলেও উইকেট পায় অন্য কেউ। আবার অনেক সময় ভালো বোলিং না করেও উইকেট পাওয়া যায়। বোলিংয়ের জুটিটাও গুরুত্বপূর্ণ। আমরা জুটি গড়ে কতোটা ভালো বোলিং করতে পারি, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ’

উল্লেখ্য, সাকিবের একবার করে পাঁচ উইকেট আছে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। দুইবার করে পাঁচ উইকেট নিয়েছেন ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর সবচেয়ে বেশি তিনবার পাঁচ উইকেট আছে জিম্বাবুয়ের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।