ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত অস্ট্রেলিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
সাকিবের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত অস্ট্রেলিয়া সফরকারী স্পিনার নাথান লায়ন - ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগের দিন অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারানোর কথা বলেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সফরকারী স্পিনার নাথান লায়ন জানালেন, টাইগারদের ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জ নিতে প্রস্তুত অস্ট্রেলিয়া।

মাঠের লড়াইটা এখনও শুরু না হলে কথার লড়াই হয়তো শুরু হয়ে গেছে। তাতেই হয়তো প্রমাণ মেলে এই বাংলাদেশ আগের বাংলাদেশ নেই।

এই বাংলাদেশকে নিয়ে মাথা ঘামাতে হয় বিশ্বসেরা দলগুলোকেও।

শুক্রবার (২৫ আগস্ট) অস্ট্রেলিয়ার প্রতিনিধি হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন লায়ন। সংবাদ সম্মেলনে সাকিবের কথাটা মনে করিয়ে দেওয়া হয় তাকে। তাতে যেন উত্তর সাজানো ছিল এই স্পিনারের মুখে। জানালেন, ‘সাকিবের করা মন্তব্য একান্তই ব্যক্তিগত। প্রত্যেকেরই নিজস্ব মন্তব্য থাকে। আর আমরা কোনো চাপ নিচ্ছি না, বরং চাপ তৈরি করতে চাই। জবাবটা আমরা দিতে চাই মাঠেই। ’

লায়ন জানান, ‘কারা এগিয়ে সেটা দেখতে হলে আমাদের আরও অপেক্ষা করতে হবে। এটা বেশ বড় একটি ব্যাপার। কারণ, আমরা কেউই কারো বিপক্ষে অনেকদিন খেলিনি। তবে সবাই নিজের মতামত দিতেই পারে। সত্যি বলতে, আমরা শুধু নিজেদের প্রস্তুতি নিয়েই ভাবছি। আমরা খুব ভালো অনুশীলন করছি। কেউ তো কাউকে ছেড়ে কথা বলবে না। আমরা নির্ভার থেকে ভালো ক্রিকেটটা খেলতে চাই। চ্যালেঞ্জটা নিতে আমরাও মুখিয়ে আছি। ’ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমআগের দিন সাকিব বলে গিয়েছিলেন, বাংলাদেশের ২-০ তে টেস্ট সিরিজ জেতা সম্ভব। আর দুই দলের স্পিনাররাই ম্যাচের ভাগ্য গড়ে দেবে। শুধু তাই নয়, সাকিব বলেছিলেন, ‘অস্ট্রেলিয়ার থেকে স্পিন আক্রমণে এগিয়ে বাংলাদেশ’। সাকিবের কথার সরাসরি কোনো উত্তর না দিলেও লায়ন জানালেন, ‘সবারই নিজের মত ও লক্ষ্য থাকতে পারে। আমাদেরও লক্ষ্য আছে, তবে সেটি আপনাদের সামনে বলতে চাই না। স্পিনে বাংলাদেশের সবাই খুব ভালো। আমরাও নিজেদের স্কিল নিয়ে আত্মবিশ্বাসী। এখানে এসে মনে হয়েছে এটি স্পিন সহায়ক উইকেট। তাই দু’দলের জন্যই সমান সুযোগ থাকছে। আমাদের দায়িত্বটা আমরা সঠিকভাবে পালন করতে পারবো। আর নিজেদের মাটিতে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ। তাদের বিপক্ষে লড়াই করতে চাই। চেষ্টা থাকবে দুটি ম্যাচেই নিজেদের সেরাটা দিতে। আশা করি, সিরিজ জয় নিয়ে ফিরতে পারব। ’

২৭ আগস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দু’দল।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।