ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘আমরা ভালো করতেই প্রস্তুত হচ্ছি’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
‘আমরা ভালো করতেই প্রস্তুত হচ্ছি’ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঘরের মাটিতে গত ইংল্যান্ড সিরিজে স্পিনাররা দারুণ করলেও এবার সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে বল হাতে ভালো করবেন টাইগার পেসাররা। মিরাজ-সাকিবদের সাথে জুটি গড়ে এবার মোস্তাফিজ ভালো করবেন বলে বিশ্বাস করেন তামিম ইকবাল।

শুক্রবার (২৫ আগস্ট) তামিম জানান, ‘কোনো সন্দেহ নেই মিরাজ, মোস্তাফিজ দুই জনই খুব ভালো বোলার। আমাদের যদি এগিয়ে থাকতে হয় তাহলে তাদের খুব ভালো বল করতে হবে।

বিশেষ করে সাকিব, মোস্তাফিজ, মিরাজের। ওরাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলার। ওরা যদি ভালো পারফর্ম করতে পারে তাহলে অবশ্যই আমরা এগিয়ে থাকতে পারবো। ’

গত অক্টোবরে ইংল্যান্ডকে স্পিনেই কাবু করেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া সিরিজের আগে জোর গুঞ্জন এবারও স্পিন হতে পারে টাইগারদের মূল অস্ত্র। তামিম জানান, ‘আমার মনে হয়, স্পিন নিয়ে আমরা বেশি কথা বলছি। আমরাও বলছি, ওরাও বলছে। সত্যি কথা বলতে কি, আমরা যে শুধু স্পিন নিয়ে চিন্তা করছি, তা নয়। ’ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমনিজেদের প্রস্তুতি নিয়ে দেশসেরা ওপেনার বলেন, ‘অস্ট্রেলিয়া পেশাদার আর দারুণ একটা দল। আমরা ভালো করতেই প্রস্তুত হচ্ছি। আমরা শুধু অস্ট্রেলিয়ার স্পিন নিয়েই চিন্তা করছি তা নয়। ওদের পেস বোলারসহ সব কিছুর জন্যই প্রস্তুতি নিচ্ছি। আমাদের যদি ভালো খেলতে হয় এবং রান করতে হয়, তাহলে আমাদের ওদের সব বোলিংয়ের বিপক্ষেই রান করতে হবে। ওদেরকে হ্যান্ডেল করতে হলে ওদের পেস বোলিং বলেন আর ওদের স্পিন বোলিং বলেন; দুটোই ভালোভাবে সামলাতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।