ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজ নির্ধারনী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
সিরিজ নির্ধারনী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত ছবি:সংগৃহীত

ওয়াল্টন বাংলাদেশ-ভারত হুইল চেয়ার ক্রিকেট সিরিজের শিরোপা নির্ধারনী ম্যাচে শনিবার মুখোমুখি হচ্ছে দু’দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে সকাল সাড়ে দশটায় শুরু হবে ফাইনাল।

শুক্রবার সিরিজের প্রথমটি-টোয়েন্টি ম্যাচে সফররত ভারতীয় দলের কাছে ৪৪ রানে হেরেছে স্বাগতিকরা। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৩৯ রানের বড়ো স্কোর গড়ে ভারত।

জবাবে ২৯৫ রানে থামে বাংলাদেশের ইনিংস। ম্যাচ হারলেও ১৪৪ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা বাংলাদেশের মোহাম্মদ মিঠু।

এদিকে, সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ৭ উইকেটে উড়িয়েদিয়ে সিরিজে সমতা আনে বাংলাদেশ। সফররত দলটির করা ৩৪৭ রান  ৫ বল আগেই টপকে যায় স্বাগতিকরা। এই ম্যাচে হ্যাটট্রিক করেন বাংলাদেশের উজ্জল। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ১১০ রান করেন মোর্শেদ।

শনিবার ফাইনাল শেষে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ওয়াল্টনের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, ওয়াল্টনের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম। ইমেগোস্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডেরকো-ফাউন্ডার তামজিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ২৬ আগস্ট, ২০১৭
এমএমএস/এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।