ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের বিপক্ষে ফিরলেন অ্যাগার-খাজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
টাইগারদের বিপক্ষে ফিরলেন অ্যাগার-খাজা ছবি: সংগৃহীত

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন অ্যাস্টন অ্যাগার আর উসমান খাজা।

এ বছরের জানুয়ারিতে সবশেষ টেস্ট খেলেছিলেন খাজা। ৩০ বছর বয়সী টপঅর্ডার এই ব্যাটসম্যান সিডনিতে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন।

তার নামের পাশে রয়েছে ২৩টি সাদা পোশাকের ম্যাচ। যেখানে ৫টি সেঞ্চুরি আর ৮টি হাফ-সেঞ্চুরিতে রয়েছে প্রায় ৪৮ গড়ে ১৭২৬ রান।

এদিকে, ২৩ বছর বয়সী স্পিনার অ্যাস্টন অ্যাগার টাইগারদের বিপক্ষে মাত্রই তৃতীয় টেস্ট খেলতে নামবেন। ২০১৩ সালের জুলাইয়ে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সাদা পোশাকে খেলেছিলেন এই উঠতি তারকা। ক্যারিয়ারে দুটি টেস্টে নিয়েছেন মাত্র ২টি উইকেট। চার বছর পর তিনি আবারো সাদা জার্সিতে অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন।

খাজা-অ্যাগার দু’জনই ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজে স্কোয়াডে থাকলেও একাদশে ছিলেন না। সেই সিরিজে থাকা শন মার্শ এবং স্টিভেন ও’কিফের জায়গায় এবার একাদশে ঢুকলেন তারা। খাজা দলে আসায় স্টিভ স্মিথকে চার নম্বরে ব্যাট করতে দেখা যাবে। ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে জুটি বাধবেন ম্যাট রেনশ।

স্পিনার নাথান লায়নের সঙ্গে স্পিনে জুটি বাধবেন অ্যাগার। পেসারদের তালিকায় রয়েছেন প্যাট কামিন্স আর জশ হ্যাজেলউড। পার্টটাইম স্পিনার হিসেবে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। সাত ব্যাটসম্যান নিয়ে নামবে অজিরা।

ব্যাটিং অলরাউন্ডার হিল্টন কার্টরাইট, পেসার জ্যাকসন বার্ড আর লেগ স্পিনার মিচেল সোয়েপসনকে একাদশের বাইরে রেখে দল ঘোষণা করেছে অজিরা।

অস্ট্রেলিয়া একাদশ: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ২৬ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।