ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

তারা দেশকে অনেক দিয়েছে, এবার আমরা দিতে চাই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
তারা দেশকে অনেক দিয়েছে, এবার আমরা দিতে চাই ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের সেরা একাদশে যদি সাকিব-তামিম খেলেন তাহলে দু’জনই ক্যারিয়ারের ৫০তম টেস্টের মাইলফলক স্পর্শ করবেন। আর তাদের মাইলফলক স্পর্শকারী এই ম্যাচটি বিশ্ব ক্রিকেটের পরাশক্তি অজিদের বিপক্ষে যুগান্তকারী জয় দিয়েই উদযাপন করতে চাইছেন বাংলাদেশের দলপতি মুশফিকুর রহিম।

তাইতো হওয়া উচিৎ। বাংলাদেশের ক্রিকেটের প্রাণ সাকিব আল হাসান ও ড্যাশিং ওপেনার তামিম ইকবাল এদেশের ক্রিকেটকে যা দিয়েছেন তা অমূল্য।

তাদের ধারালো ব্যাটে-বলেই আজ বাংলাদেশ বিশ্ব দরবারে হুঙ্কার ছাড়ে। সেই দুই পারফরমারের মাইলফলক ছোঁয়ার এই টেস্টটিতে যদি স্বাগতিক বাংলাদেশ জয় পায় তাহলে অবশ্যই তা হবে দারুণ কিছু। সে জয় কী আর স্বর্ণাক্ষরে না লিখে পারা যায়। যায় না বলেই অধিনায়ক মুশফিকের এমন মন্তব্য। ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমশনিবার (২৬ আগস্ট) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে দুই প্রিয় সতীর্থকে নিয়ে এমন মন্তব্য করেন মুশফিক, ‘আমার মনে হয়, বাংলাদেশের ইতিহাসের দু’জন টপ ক্লাস খেলোয়াড়ের পঞ্চাশতম টেস্ট। আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, আমরা চেষ্টা করবো এই টেস্ট তাদের দুই জনের জন্য খেলার। তাদের একটা ট্রিবিউট দিতে। তারা তো বাংলাদেশকে অনেক কিছু দিয়েছি, আশা করি আরও অনেক কিছু দেবে। তারাও নিজেদের মাইলফলকের ম্যাচে ভালো পারফরম্যান্স করে, ভালো ফল দিয়ে যেন উপলক্ষ্যটা উদযাপন করতে সাহায্য করে। ’

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে উঠে আসে বাংলাদেশের মিস ফিল্ডিংয়ের বিষয়টি। মিস ফিল্ডিং শুধু বাংলাদেশের জন্যই নয়, যে কোনো দলের জন্য পীড়াদায়ক। রানিং বিটুইন দ্য উইকেটের সময় স্ট্যাম্পে বল ছুঁড়ে ব্যাটসম্যানকে আউট করতে না পারা, স্ট্যাম্পিং মিস কিংবা ক্যাচ মিস; এসবই একটি দলের জয়ে মারাত্মক নেতিবাচক প্রভাব বিস্তার করে। তবে সতর্ক মুশফিক। কোনোভাবেই বিগত দিনের মিস ফিল্ডিংয়ের প্রত্যাবর্তন এই সিরিজে ঘটাতে দিতে চাইছেন না। ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমমুশফিক যোগ করেন, ‘এটা তো অবশ্যই একটা কনসার্ন। কিন্তু কেউ তো ইচ্ছা করে রান আউট মিস করে না বা ক্যাচ ছাড়ে না। এটা খেলার অংশ। তবে এটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা ইংল্যান্ডের শেষ টেস্টেই দেখেছেন, বেন স্টোকস ৯ রানে স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে গেছে, পরে সেঞ্চুরি করেছে। আমাদের চেষ্টা থাকবে সবকটা সুযোগ যেন কাজে লাগাতে পারি। আর সবচেয়ে বড় ব্যাপার, টেস্টে যে দল বেশি সুযোগ কাজে লাগাতে পারবে তারাই এগিয়ে থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ২৬ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।