ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের সেঞ্চুরির আক্ষেপ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
সাকিবের সেঞ্চুরির আক্ষেপ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: আর মাত্র ১৬টি রান। তাহলেই টেস্ট ক্রিকেটে ষষ্ঠ সেঞ্চুরির দেখা পেতেন সাকিব। তাও আবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু নাথান লায়ন তা আর হতে দিলেন কই?

ব্যক্তিগত ৮৪ রানে দিনের দ্বিতীয় সেশনে স্মিথের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলনে ফেরান সাকিবকে।  

তাই খুব কাছে গিয়েও না পাওয়া সেঞ্চুরিটির জন্য আক্ষেপ করলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার, ‘আক্ষেপ থাকবে।

সেঞ্চুরি করতে পারলে ভালো হতো। যতোটা করতে পেরেছি তাতেই হ্যাপি। তবে অবশ্যই আরো কিছু করতে পারলে তো আরো খুশি হতাম। ’

রোববার (২৭ আগস্ট) ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে এই টাইগার অলরাউন্ডার সেঞ্চুরির খুব কাছে গিয়েও তা হাতছাড়া হওয়ায় এমন আক্ষেপ করেন।

এসময় সিরিজের প্রথম টেস্টে অজিদের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে নিজেদের ব্যাটিং নিয়ে কথা বলেন সাকিব। জানান, কন্ডিশন ও স্মিথদের বোলিং বিবেচনায় ম্যাচের আগে থেকেই তাদের লক্ষ্য ছিল নূণ্যতম ২৫০ রান, ‘আমাদের সব সময়ই লক্ষ্য ছিল যেন আমরা ২৫০ রান করতে পারি। সেটা আমরা করতে পেরেছি। ’

একই সময় জানিয়ে রাখলেন দ্বিতীয় দিনের পরিকল্পনাও, ‘কাল পরিকল্পনা থাকবে ভালো জায়গায় বোলিং করা। উইকেট পাওয়া না পাওয়া ভাগ্যের উপরে। ভালো জায়গায় বল করাটা আমাদের নিয়ন্ত্রণে আছে। চেষ্টা করবো সেটাই অব্যাহত রাখতে। ’   

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।