ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

দৃশ্যপটে সেই মিরাজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
দৃশ্যপটে সেই মিরাজ দৃশ্যপটে সেই মিরাজ-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: গত বছরের কথা। মিরপুর টেস্টে স্পিন ঘূর্ণিতে সফরকারী ইংল্যান্ডকে নাকাল করেছিলেন সেই সিরিজে অভিষিক্ত মেহেদি হাসান মিরাজ। দুই ইনিংস মিলে তার উইকেট সংখ্যা ছিল ১২টি।

ভেলকি কম দেখাননি আগের টেস্টে চট্টগ্রামেও। টেস্ট ক্যাপ মাথায় পড়েই ৭ উইকেট নিয়ে কাঁপন ধরিয়েছিলেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

এক বছরও পার হয়নি, ১১ বছর পর দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে আসা শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই মিরপুর শের-ই-বাংলায় হুঙ্কার দিচ্ছেন মিরাজ। তার প্রতিটি ডেলিভারিই যেন উইকেটের বার্তা এনে দিচ্ছে। অবশ্য শুরুটা করেছেন প্রথম দিনই।  

প্রথম ইনিংসের শেষ বিকেলে অজিরা যখন টাইগারদের ২৬০ রানের সংগ্রহকে সহজ সমীকরণ মনে করে ব্যাটিংয়ে নেমেছিল, তখন বল হাতে শুরুতেই মিরাজ আঘাতে তাদের সেই সমীকরণে লাগলো ধাক্কা।

নিজের তৃতীয় ওভারে এসেই ব্যক্তিগত ৮ রানে ওপেনার ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ফেরালেন মিরাজ। সেই যে মড়ক লাগলো! এরপর ওসমান খাজা নিজের ইনিংসের সমাপ্তি টানলেন মাত্র ১ রানে সৌম্য’র হাতে রান আউট হয়ে।  

আর দিনের শেষ ধাক্কাটি দিলেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শূণ্য হাতে নাথান লায়নকে ফেরালেন এলবির ফাঁদে ফেলে।

প্রথম দিনের সংবাদ সম্মেলনে এসে নাইটওয়াচম্যান নাথান লায়ন বলেছিলেন দ্বিতীয় দিনটি তারা ভালো খেলতে চায়। সেই লক্ষ্যে তাদের ভরসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন স্টিভ স্মিথ ও ম্যাট রেনশ। কিন্তু অজিদের আস্থার প্রতিদান দিতে ঠিক যেন সমর্থ হলেন না অধিনায়ক স্মিথ। দ্বিতীয়    দিনের শুরুতেই মিরাজের ডেলিভারিটি এগিয়ে এসে খেলতে গিয়ে লেগ স্ট্যাম্প ভাঙলেন স্মিথ (১১ ওভার)।

১৬তম ওভারে ম্যাট রেনশর পায়ে বল লাগিয়ে সজোরে আবেদন তুলেছিলেন এই অফস্পিনার। কিন্তু ডিসিশন রিভিউতে গিয়ে আবেদনটি খারিজ হয়ে যায়। এর ঠিক তিন ওভার পরেই হ্যান্ডসকম্বের পায়ে বল লাগিয়ে আরও একবার অজিদের কাঁপন ধরিয়ে দেন। কিন্তু বলটি কিছুটা নিচু হয়ে যাওয়ায় আম্পায়ারের সাড়া পাননি মিরাজ।

তবে হ্যান্ডসকম্ব ও যাত্রায় বেঁচে গেলেও শেষ রক্ষা করতে পারেননি। ৩৩তম ওভারে তাইজুল ইসলামের তৃতীয় ডেলিভারিতে ব্যক্তিগত ৩৩ রানে নিজের ইনিংসের সমাপ্তি টানেন।

সিরিজ শুরুর আগে থেকেই বলা হচ্ছিল স্পিন স্বর্গ হয়ে উঠবে মিরপুরের উইকেট। প্রথম দিনের দ্বিতীয় সেশন শেষে দ্বিতীয় দিনের প্রথম সেশন পর্যন্ত স্পিনাররাই দাপট দেখাচ্ছে যার শুরুটা করেছেন মিরাজই। দেখা যাক, তিনি কোথায় গিয়ে থামেন।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।