ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

মুরালিদের পাশে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
মুরালিদের পাশে সাকিব ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টেস্ট খেলুড়ে বাকি ৯ দলের মধ্যে ৮ দেশের বিপক্ষেই ৫ উইকেট নেয়ার কৃতিত্ব ছিল সাকিবের। ছিল না শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে। থাকবেই বা কীভাবে? অজিদের বিপক্ষে বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে ২০০৬ সালে, তখনতো টেস্টে তার অভিষেকই হয়নি।

সেটিও এবার হয়ে গেল। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে অজিদের বিপক্ষে ৫ উইকেট নিয়ে টেস্ট খেলুড়ে ৯ দেশের বিপক্ষে ৫ উইকেটের অনন্য গাঁথা রচনা করতে সক্ষম হলেন সাকিব।

 সম্প্রতি টেস্ট মর্যাদা পেয়েছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। কিন্তু এখনো তাদের টেস্ট অভিষেক না হওয়ায় এই তালিকাতে আপাতত তাদের আসার সুযোগ নেই।

প্রথম ইনিংসে সাকিব ফিরিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাট রেনশ, নাইটওয়াচম্যান নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স এবং জস হ্যাজেলউডকে।  ২৫.৫ ওভার বল করে ৬৮ রান দিয়ে নিয়েছেন এই পাঁচ উইকেট।

মাইলফলক স্পর্শকারী সেই ৫ উইকেটের বিষয়টি সাকিব ভুলে ছিলেন-এমনটা নয়। নিজের অনন্য এই রেকর্ডের বিষয়টি মাথায় রেখেই অজিদের বিপক্ষে মাঠে নামার আগে বলেছিলেন, ‘এটা মনে আছে। উইকেট পাওয়াটা নিজের হাতে নেই। চারটা ইনিংস আছে, দেখা যাক। ’

টেস্ট ক্রিকেটের ইতিহাসে টেস্ট খেলুড়ে ৯ দলের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার প্রথম কৃতিত্ব শ্রীলঙ্কার কিংবদন্তি অফ স্পিনার মুত্তিয়া মুরালিধরনের। দ্বিতীয় বোলার হিসেবে তার পাশে জায়গা পান দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন। আর সবশেষ এই কৃতিত্বটি নিজের করে নিয়েছেন আরেক শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ।

ক্যারিয়ারের ৫০তম ম্যাচ খেলতে নেমেছেন সাকিব। সাদা পোশাকে এর আগে ১৫বার ৫ উইকেট নেওয়ার আনন্দে মেতেছিলেন। সাকিবের একবার করে পাঁচ উইকেট আছে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। দুইবার করে পাঁচ উইকেট নিয়েছেন ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর সবচেয়ে বেশি তিনবার পাঁচ উইকেট আছে জিম্বাবুয়ের বিপক্ষে।

এছাড়া, ৪ উইকেট করে নিয়েছেন আরও ৮বার। দুই ইনিংসে ১২৪ রান খরচায় ১০ উইকেট আছে একবার। ৪৯ টেস্ট থেকে (এই ম্যাচ ছাড়া) সাকিবের নামের পাশে ছিল ১৭৬ উইকেট। ৩৬ রানে ইনিংসে ৭ উইকেটও নিয়েছেন সাকিব।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।