ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বন্যার্তদের সাহাযার্থ্যে বিসিবির ২ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
বন্যার্তদের সাহাযার্থ্যে বিসিবির ২ কোটি টাকা বন্যার্তদের সাহাযার্থ্যে বিসিবির ২ কোটি টাকা

মিরপুর থেকে: ২০১৩ সালের অক্টোবরে নির্বাচনের মধ্যদিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান পাপন নেতৃত্বাধীন বর্তমান কমিটি। যার মেয়াদ হচ্ছে এ বছরের অক্টোবরে। বিসিবির সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিষয়ে আপিল নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সেই রায়ের পূর্ণাঙ্গ কপি ইতোমধেই হাতে পেয়ে গেছে বিসিবি। তাই এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিসিবি।

নির্বাচনের সেই প্রস্তুতির অংশ হিসেবে আগামী ৩০ সেপ্টেম্বর ডাকা হয়েছে এজিএম ও ইজিএম।

সোমবার (২৮ আগস্ট) মিরপুরে বোর্ড সভা শেষে এমনটি জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বললেন ‘বোর্ড মিটিংয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার ছিল। আগামী ৩০ সেপ্টেম্বর এজিএম ও ইজিএমের তারিখ নির্ধারণ করেছি। ’

আর এজিএম ও ইজিএমকে সামনে রেখে ইতোমধ্যেই ৫ সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি, ‘যা যা করণীয় সেজন্য আমরা পাঁচ সদস্যের একটি কমিটিও করে দিয়েছি। ’

পাঁচ সদস্যের এই কমিটিতে আছেন; সহ-সভাপতি মাহবুব আনাম, বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, এনায়েত হোসেন সিরাজ, লোকমান হোসেন ভূইয়া ও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

এ সময় নাজমুল হাসান ঘোষনা দেন, বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান না করে বন্যার্তদের সাহাযার্থ্যে প্রধানমন্ত্রীর কাছে দু্ই কোটি টাকা হস্তান্তর করবে বিসিবি।

সংবাদ সম্মেলনে উঠে আসে বন্যার্তদের ত্রাণের বিষয়টিও। ইতোমধ্যেই সিরাজগঞ্জে ত্রাণ বিতরণ করেছে বিসিবি। বন্যার্তদের প্রতি সহমর্মিতা দেখিয়ে ইতোমধ্যেই বাতিল করা হয়েছে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। বন্যা দুর্গতদের মধ্যে আরও ত্রাণ বিতরণের জন্য প্রধানমন্ত্রীর কাছে ২ কোটি টাকা হস্তান্তরের ঘোষণাও তিনি সভাশেষে দিয়ে রাখেন।   

পাপন জানান, ‘বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান করতে বড় অঙ্কের একটা অর্থ খরচ হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি ওখান থেকে দুই কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করব, বন্যায় যারা ক্ষতিগ্রস্থ তাদের সহায়তার জন্য। ’

 বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।