ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হতাশ তামিম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
হতাশ তামিম ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: প্যাট কামিন্সের বাউন্সারে পরাস্ত হয়ে তামিম যখন ব্যক্তিগত ৭৮ রানে ফিরলেন তখন বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৩৫ রান। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা চলছে।

হাতে সময় আরও দুই দিন এবং উইকেটে মজুদ আছেন সাকিব, মুশফিক, সাব্বির, নাসির, মিরাজদের মতো ব্যাটসম্যানেরা। তামিমের ফেরার পর বাকি ৭ ব্যাটসম্যান মিলে করেছেন ৮৬ রান।

ফলে ২২১ রান নিয়েই দ্বিতীয় ইনিংসের যবনিকা টানতে হয়েছে স্বাগতিক দলটিকে।  

ঠিক এই বিষয়টিই কিছুটা হতাশ করেছে বাংলাদেশের এই ওপেনারকে। মঙ্গলবার (২৯ আগস্ট) ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে তামিম একথা বলেন।

তামিমের মতে, ‘আমাদের সুযোগ ছিলো। লিড বাড়িয়ে ৩০০ এর বেশি করার। ওইদিক দিয়ে কিছুটা হতাশ। ৩০০ হলে সুবিধা হতো। উইকেটের কথা বলবো যে, এটা আনপ্রেডিক্টেবল। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। ’

বাংলাদেশের ছুঁড়ে দেয়া ২৬৫ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিন শেষে ২ উইকেটে ১০৯ রান সংগ্রহ করেছে স্মিথরা। যা কাঙ্খিত জয় থেকে তাদের ১৫৬ রানে পিছিয়ে রেখেছে। কিন্তু তাদের হাতে আছে আরও দুই দিন। তাই করণীয় জানিয়ে রাখলেন বাংলাদেশের সাদা পোশাকের সহ-অধিনায়ক তামিম।

তামিম জানান, ‘ধৈর্য্য ধরে আমাদের থাকতে হবে। আগের ইনিংসগুলোতে দেখছেন যে, একটা উইকেট পড়লে দুই তিনটা উইকেট পড়ে যায়। খুবই আনপ্রেডিক্টেবল। আমাদের এখন ভালো জায়গায় বল করতে হবে। আজ আমরা আরও ভালো জায়গায় বল করতে পারতাম। ওদের দুটি উইকেট পড়ার পর যদি আরো টাইট বল করতে পারতাম, দিনটা আরও ভালো হতে পারতো। ’

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।