ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

৮ বছর পর পাকিস্তানে আইসিসি ম্যাচ অফিসিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
৮ বছর পর পাকিস্তানে আইসিসি ম্যাচ অফিসিয়াল আইসিসির ম্যাচ রেফারি হিসেবে পাকিস্তানে যাবেন রিচি রিচার্ডসন/ ছবি:সংগৃহীত

দীর্ঘ ৮ বছর পর পাকিস্তানের মাটিতে ম্যাচ অফিসিয়াল পাঠাচ্ছে আইসিসি। পাকিস্তান ও বিশ্ব একাদশের মধ্যকার আসন্ন তিন ম্যাচের টি-২০ ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক রিচি রিচার্ডসনকে ম্যাচ রেফারি হিসেবে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

২০০৯ সালে শ্রীলঙ্কান টিম বাসে সন্ত্রাসী হামলার পর এ প্রথম পাকিস্তানে ম্যাচ পরিচালনা করবেন আইসিসি ম্যাচ অফিসিয়াল। এখন ‍পর্যন্ত ১১ টেস্ট, ১৯ ওয়ানডে ও ১৮ টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন রিচার্ডসন।

এক বিবৃতিতে আইসিসির সিদ্ধান্ত ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে মাঠের আম্পায়ার কারা থাকছেন তা জানানো হয়নি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর ইন্ডিপেন্ডেন্স কাপের ম্যাচ তিনটি মাঠে গড়াবে।

আলোচিত সিরিজটি আয়োজনের পেছনে পিসিবির পাশে ছিল আইসিসি। নিরাপত্তা মোকাবেলার কার্যক্রম সন্তুষ্ট করেছে খেলোয়াড়দের সংগঠন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে (ফিকা)।

শ্রীলঙ্কান টিম বাসে হামলার ৬ বছর পর ২০১৫ সালে একমাত্র টেস্ট খেলুড়ে দেশ হিসেবে পাকিস্তানে আন্তর্জাতিক ট্যুরে যায় জিম্বাবুয়ে। কিন্তু স্থানীয় আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালরাই ম্যাচ পরিচালনা করেন। জিম্বাবুয়ের আগে অনেক দেশই নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করে।

অনেক বাধা সত্ত্বেও আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে তৎপরতা চালিয়ে যাচ্ছে পিসিবি। এ বছরের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটাররা লাহোরে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নেন। এবার আইসিসি ম্যাচ অফিসিয়ালের তত্ত্ববধানে হতে যাচ্ছে বিশ্ব একাদশের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ। যার নাম দেওয়া হয়েছে ইন্ডিপেন্ডেন্স কাপ।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।