ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

রোমাঞ্চকর জয়ে সিরিজে ফিরলো উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
রোমাঞ্চকর জয়ে সিরিজে ফিরলো উইন্ডিজ ছবি: সংগৃহীত

হেডিংলি টেস্টে শাই হোপ কীর্তিতে রোমাঞ্চকর জয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ফিরলো ওয়েস্ট ইন্ডিজ। ৩২২ রানের টার্গেট পাঁচ উইকেট হাতে রেখে টপকে যায় সফরকারীরা। দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান উঠতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান হোপ।

ম্যাচ সেরা হোপ ১১৮ রানে অপরাজিত থেকে বীরের বেশে মাঠ ছাড়েন। রোস্টন চেজ ৩০ ও জার্মেইন ব্ল্যাকউড ৪১ রান করেন।

হোপের পাশাপাশি ওপেনার ক্রেইগ ব্রাথওয়েটের অবদান কম নয়। আক্ষেপ ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি মিস হওয়া। ৯৫ করে আউট হন তিনি। প্রথম ইনিংসে করেছিলেন ১৩৪। শাই হোপ খেলেন ১৪৭ রানের ঝলমলে ইনিংস। মূলত এ দু’জনই ম্যাচের পার্থক্য গড়ে দেন।

এর আগে প্রথম ইনিংসে ক্যারিবীয়দের ৪২৭ রানের জবাবে ২৫৮ রানে অলআউট হওয়া ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায়। ৮ উইকেটে ৪৯০ রান করে ইনিংস ঘোষণা করে। কিন্তু তাদের ছুঁড়ে দেওয়া ৩২২ রানের টার্গেট নিরাপদ হলো না।

আগামী বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে ‍মুখোমুখি হবে দু’দল। লর্ডসে খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল ৪টায়। এজবাস্টনে ইনিংসে ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ধাক্কা খাওয়া ইংলিশদের সামনে এখন ঘরের মাটিতে সিরিজ জয়ের চ্যালেঞ্জ। একই স্বপ্ন দেখছে উজ্জীবিত ও. ইন্ডিজ।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।