ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শচীন-ক্লার্ক-মাহেলা-শেবাগ-কাইফদের শুভেচ্ছায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
শচীন-ক্লার্ক-মাহেলা-শেবাগ-কাইফদের শুভেচ্ছায় বাংলাদেশ শচীন, ক্লার্ক, মাহেলা ও শেবাগ

টেস্ট ক্রিকেটের ‘অভিজাত দল’ অস্ট্রেলিয়াকে মাত্র সাড়ে তিন দিনের মাথায় হারিয়ে দেওয়ায় অভিনন্দন আর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন টাইগার ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ অন্যান্য মাধ্যমেও বইছে টাইগার ক্রিকেট বন্দনা। এক সময় বাংলাদেশের ক্রিকেট নিয়ে যারা সমালোচনায় মুখর ছিলেন, তারাও ভিড়ে গেছেন অভিনন্দন জানানো তারকাদের কাতারে। 

অস্ট্রেলিয়ার সদ্য বিদায়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক তার টুইটার বার্তায় লেখেন, ‘অভিনন্দন বাংলাদেশ। এই লেখাটাই টুইট করতে হবে চিন্তা করিনি।

কিন্তু যে প্রশংসার দাবিদার তাকে প্রশংসিত করা দরকারই। ’ 

টাইগার ক্রিকেটের ‘সমালোচক’ বলে পরিচিত ভারতীয় দলের ড্যাশিং ওপেনার বীরেন্দর শেবাগও টুইট করেন বাংলাদেশের জয়ে। তিনি অস্ট্রেলিয়াকে হারাতে ‘টাইগারদের স্পেশাল এফোর্টে’র কথা উল্লেখ করেন।

কিংবদন্তি শচীন টেন্ডুলকার টাইগারদের অভিনন্দন জানিয়ে টুইটে লেখেন, টেস্ট ক্রিকেট দিনে দিনে সমৃদ্ধ হচ্ছে, এটাই তার প্রমাণ।

নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম তার টুইট বার্তায় লেখেন, ম্যাচটিই বলে দেয় ক্রিকেটের এ ফরম্যাটটি এখনো কেনো ‘অভিজাত’।

সবসময় টাইগার ক্রিকেটকে ‘সম্মান’ জানানো শ্রীলঙ্কান ডানহাতি ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে তার টুইটে বাংলাদেশের ক্রিকেটারদের অভিনন্দন জানান।  

পুরো ম্যাচের পরিসংখ্যান তুলে ধরে ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া টুইটে লেখেন, ‘৪ দিন, ৯৪২ রান, ৪০ উইকেট, জয়ের ব্যবধান ২০। টেস্ট ক্রিকেটের দারুণ পর্যায়। ইতিহাস রচিত হলো। ’

এছাড়াও টাইগারদের অভিনন্দন জানিয়েছেন ভারতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফসহ অন্যরা।

বুধবার মিরপুরে ২০ রানের এ রোমাঞ্চকর জয় দিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো সাকিব-মুশফিক-তামিমরা। অজিদের বিপক্ষে এটি টাইগারদের প্রথম টেস্ট জয়।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
জেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।