ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

গ্রেটদের শুভেচ্ছায় বাংলাদেশের জয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
গ্রেটদের শুভেচ্ছায় বাংলাদেশের জয় গ্রেটদের শুভেচ্ছায় বাংলাদেশের জয়-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে জয় পেলো বাংলাদেশ। মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অজিদের ২০ রানে হারিয়ে ঐতিহাসিক জয়ই তুলে নেয় টাইগাররা। আর এই জয়ের পর ক্রিকেট কিংবদন্তিদের শুভেচ্ছায় ভাসছে বাংলাদেশ। যেখানে নাম রয়েছে শচীন টেন্ডুলকার, মাইকেল ক্লার্ক, বিরেন্দ্র শেওয়াগ থেকে শুরু করে মাহেলা জয়াবর্ধনের নাম।

টুইটারে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্লার্ক লিখেন, বাংলাদেশকে শুভেচ্ছা, চিন্তাও করিনি টুইটে আমাকে এমনটি লিখতে হবে। তবে কৃতিত্ব তোমাদেরই প্রাপ্য।

লিটল মাস্টার শচীন লিখেন, বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স। টেস্ট ক্রিকেট জেগে উঠছে।

ভারতীয় সাবেক ব্যাটসম্যান শেওয়াগ লিখেন, দারুণ করেছো বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে হারিয়ে সেরাটা দেখিয়েছো।

শ্রীলঙ্কান কিংবদন্তি জয়াবর্ধনে লিখেন, ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়ে দারুণ খেলেছে বাংলাদেশ। দারুণ একটি টেস্ট ম্যাচ।

মোহাম্মদ কাইফ লিখেছেন, বিশেষ জয়ের জন্য বাংলাদেশকে শুভেচ্ছা।  

আকাশ চোপড়া লিখেছেন, টেস্ট ম্যাচ দারুণ জায়গায় রয়েছে। দারুণ খেলেছে বাংলাদেশ। ঐতিহাসিক জয় প্রাপ্য।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।