ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শিশির বলেছিলো ‘তুমি পারবে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
শিশির বলেছিলো ‘তুমি পারবে’ সাকিবকে বলেছিলেন শিশির ‘তুমি পারবে’-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: মাঠে খেলছেন সাকিব, কিন্তু টেনশনে ঘরে ঘুম হচ্ছিল না সাকিব স্ত্রী উম্মে আহমেদ শিশিরের। অন্য কোন কারণে নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে লড়ছেন তারই অর্ধাঙ্গ ও বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। 

প্রিয়তমর দল সেই ম্যাচে জয় নিয়ে ঘরে ফিরতে পারেন কী না তা নিয়ে রীতিমত ঘুম হারাম হয়ে গিয়েছিল তার। অবশেষে তিনি স্বস্তিতে।

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে সাকিবের বাংলাদেশ ২০ রানের ঐতিহাসিক জয়ের পরই সাকিবের মোবাইলে ম্যাসেজ দিয়ে জানিয়েছেন ‘নাও আই ক্যান স্লিপ। ’

তবে শুধু টেনশন করেই ক্ষান্ত ছিলেন না শিশির। অজিদের বিপক্ষে জয়ের জন্য স্বামীকে যুগিয়েছেন প্রেরণাও। আর তার প্রেরণাতেই নাকি প্রথম ইনিংসের ধারাবাহিকতায় দ্বিতীয় ইনিংসেও বল হাতে জ্বলে উঠতে পেরেছিলেন এই লাল-সবুজের বিশ্বসেরা অলরাউন্ডার।

‘আমার সবচেয়ে বড় প্রেরণা আমার স্ত্রী। সবসময়ই আমাকে উৎসাহ দিতে থাকে। যেমন এখনও ম্যাসেজ দিয়েছে যে আমি এখন ঘুমাতে পারবো। এই ধরনের উৎসাহগুলো কাজে আসে। আমি গতকাল প্রেজেন্টেশনে বলেছিলাম যে, ১৫০ রান এবং দুইজন সেট ব্যাটসম্যান আছে। মনে হয় না হবে। কিন্তু ও আমাকে বলেছে যে তুমি পারবে। তুমি পাঁচ উইকেট নিলেই জিতে যাবা। রাত্রে আমি চিন্তা করেছি যে সত্যিই তো আমি যদি পাঁচ উইকেট পেয়ে যাই দলেরও একটা সুযোগ থাকবে। ওই পাশ থেকে আর দুটি উইকেট পড়ে গেলে তখন ভালো একটা সুযোগ থাকবে। এই বিশ্বাসগুলোই অনেক গুরুত্বপূর্ণ। ’-বুধবার (৩০ আগস্ট) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে এসে একথা জানান সাকিব।

উল্লেখ্য মিরপুর টেস্টের প্রথম ইনিংসে পাঁচ অজি ব্যাটসম্যানকে ক্রিজ ছাড়া করে ক্যারিয়ারে ১৬ বারের মতো ৫ বা তার বেশি উইকেটের রেকর্ড গড়েছিলেন টাইগারদের বিশ্বসেরা অলরান্ডার সাকিব আল হাসান। সেই বিষাক্ত বোলিং দ্বিতীয় ইনিংসেও অব্যাহত রেখে ১৭বারের মতো বিরল সেই রেকর্ডের দেখা পেয়েছেন সাকিব আল হাসান।  আর তার এই স্পিন ঘূর্ণিতেই প্রথমবারের মতো টেস্ট হারের লজ্জা পেল বনেদি অস্ট্রেলিয়া। যা বাংলাদেশকেও এনে দিয়েছে ঐতিহাসিক আরেকটি জয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।