ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় টেস্টের দল অপরিবর্তিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
দ্বিতীয় টেস্টের দল অপরিবর্তিত ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতে উড়ছে বাংলাদেশ দল। কোরবানির ঈদের পর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের লড়াইয়ে নামবে টাইগাররা। উইনিং কম্বিনেশন বজায় রেখে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য অপরিবর্তিত ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর (সোমবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অজিদের হোয়াইটওয়াশ করার মিশনে নামবে টাইগাররা।

বুধবার (৩০ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস রচনা করে টিম বাংলাদেশ। রোমাঞ্চকর ম্যাচে একদিন হাতে রেখে অজিদের ২০ রানে হারিয়ে বীরের বেশে মাঠ ছাড়েন মুশফিক-সাকিব-তামিম-মিরাজ-তাইজুলরা। দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদি হাসান মিরাজ, লিটন দাশ, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।