ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

‘ঐতিহাসিক’ ম্যাচ বলছেন মুশফিক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
‘ঐতিহাসিক’ ম্যাচ বলছেন মুশফিক মুশফিকের চোখে ম্যাচটি ‘ঐতিহাসিক’ ছিল-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ১১ বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেতে এসে হেরে গেল এক সময়ের প্রবল পরাক্রমশালী অস্ট্রেলিয়া! সাকিব, তামিম যাদুতে ২০ রানের ঐতিহাসিক জয়ে স্মরণীয় হয়ে থাকলো মিরপুরের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি।

যাকে ঐতিহাসিক বলে আখ্যা না দিয়ে পারলেন না টাইগারদের টেস্ট দলপতি মুশফিকুর রহিম। আর রোমাঞ্চকর এই জয়টিকে বললেন বাংলাদেশ ক্রিকেটের এযাবৎ কালের অন্যতম বড় অর্জন, ‘অবশ্যই, এটা তো অনেক বড় একটা অর্জন।

এখন বলতে পারি এই ম্যাচটা ঐতিহাসিক ছিল। ’

বুধবার (৩০ আগস্ট) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন লাল-সবুজের এই দলপতি। থাকবেনই বা না কেন? যেন তেন দল নয়, টেস্ট ক্রিকেটের কুলীনদের একরকম ঘোষণা দিয়েই হারিয়ে দিয়েছে স্বাগতিকরা। তাই ম্যাচটিকে ঐতিহাসিক আখ্যা না দিয়ে আর পারলেন না, ‘আপনারা বলছিলেন ১১ বছর পর খেলা। ম্যাচ কোনো দিন ঐতিহাসিক হয়। ফলের কারণে হয়তো কোনো ম্যাচকে মনে রাখা যায়। এটাকে আমি অনেক বড় অর্জন বলবো। ইংল্যান্ড অনেক শক্তিশালী দল ছিল। সাম্প্রতিক সময়ে উপমহাদেশে অস্ট্রেলিয়ার রেকর্ড খুব একটা ভালো না হলেও ওরা কিন্তু এখানে প্রায় সবাইকেই নিয়ে এসেছে। আমার মনে হয় চার দিন লড়াই করেছি, সব সময় ওদের সঙ্গেই ছিলাম। ’

আর এই বিষয়টিই স্বাগতিকদের জয়ের পূর্বাভাস দিচ্ছিলো। যদিও চতুর্থ দিনে জয়ের জন্য অজিদের টার্গেট ছিল ১৫৬ রান। হাতে জলজ্যান্ত ৮টি উইকেট ও দুইটি দিন। কিন্তু তারপরেও জয়ের আত্মবিশ্বাস পাচ্ছিলেন ‘মুশি’।

তিনি আরও যোগ করেন, ‘আমি বলবো, আজকে ওরা একটু এগিয়ে ছিল। তারপরও উইকেটে যেমন সহায়তা ছিল স্পিনারদের জন্য আর ওদের ওপরের দুই ব্যাটসম্যান ছাড়া আর যারা আছে তাদের এই ধরনের উইকেটে খেলার অভিজ্ঞতা কমই আছে তাতে এতটুকু বিশ্বাস আমাদের ছিল। এই জয়গুলো আমাদের মতো দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলে। এই ধরনের অভিজ্ঞতাগুলো সব সময়ই কাজে লাগে। আবার যখন এই ধরনের পরিস্থিতিতে পড়বো আরও ভালোভাবে সামলাতে পারবো আমরা। ’

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৭
এইচএল/এমএমএস

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।