ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুই কোটি টাকা বোনাস পেল টাইগাররা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
দুই কোটি টাকা বোনাস পেল টাইগাররা দুই কোটি টাকা বোনাস পেল টাইগাররা-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটের কুলীন অস্ট্রেলিয়াকে হারানোর পুরস্কার হিসেবে ২ কোটি টাকা বোনাস পেলেন সাকিব-তামিম-মুশফিকরা।

বুধবার (৩০ আগস্ট) স্টিভেন স্মিথদের বিপক্ষে মুশফিকদের ২০ রানে রোমাঞ্চকর জয়ের পর বিকেলে বিসিবিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন, সভাপতি নাজমুল হাসান পাপন।

এছাড়া গেল জুনে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলার সুবাদে আইসিসি থেকে পাওয়া চার কোটি টাকা বিসিবির কাছে আছে।

ওই চার কোটি টাকার সঙ্গে এই ঘোষিত বোনাসের দুই কোটি টাকা মিলিয়ে খেলোয়াড়দের প্রাপ্যও বুঝিয়ে দেয়া হবে।

এদিকে স্মরণীয় এই জয়ের জন্য টাইগারদের অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বিজয়কে দেশবাসীর প্রতি পবিত্র ঈদের উপহার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।