ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের টেস্ট জয়ে এফবিসিসিআই’র অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
টাইগারদের টেস্ট জয়ে এফবিসিসিআই’র অভিনন্দন টাইগারদের টেস্ট জয়ে এফবিসিসিআই’র অভিনন্দন

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।

বুধবার (৩০ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজেদের সর্বোচ্চ শ্রম, মেধা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে অস্ট্রেলিয়ার মত বড় দলের বিপক্ষে টেস্ট জয় সত্যিই প্রশংসনীয়।

বিগত সিরিজগুলোর ধারাবাহিকতায় আজকের ম্যাচেও বাংলাদেশ ক্রিকেট দল তাদের সক্ষমতা, দেশপ্রেম ও দৃঢ় প্রত্যয়ের পরিচয় দিয়েছে।

টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বাংলাদেশের ৫০তম টেস্টে এ অবিস্মরণীয় জয় দেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে এফবিসিসিআই।
 
আগামী দিনগুলোতে বাংলাদেশ ক্রিকেট দল সুন্দর খেলা উপহার দিয়ে দেশবাসীকে উজ্জীবিত রাখবে বলেও আশা প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
এমএফআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।