ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

নিজেকে আড়াল করতে চাইছেন সাকিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
নিজেকে আড়াল করতে চাইছেন সাকিব নিজেকে আড়াল করতে চাইছেন সাকিব-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ক্রিকেটের তিন সংস্করণেই তিনি বিশ্বসেরা অলরাউন্ডার। পরিসংখ্যানও সেই কথাই বলছে। কিন্তু বিনয়ী সাকিব আল হাসান এখনও নিজেকে সেই উচ্চতায় দেখেন না।

সাদা পোশাকে ৫০ ম্যাচ খেলে সাকিবের রান এখন ৩ হাজার ৫৬৮ আর ১৮৬টি উইকেট। ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডার খ্যাত স্যার গ্যারি সোবার্সেরও ৫০তম টেস্ট শেষে এমন সমৃদ্ধ রেকর্ড ছিল না।

আরেক সর্বকালের সেরা জ্যাক ক্যালিসও এই মাইলফলক স্পর্শ করতে পোরেননি। স্বনামধন্য চার বিখ্যাত অলরাউন্ডার ইয়ান বোথাম, রিচার্ড হ্যাডলি, ইমরান খান ও কপিল দেবেরও ছিল না।

কিন্তু তারপরেও তাদের সাথে নিজেকে তুলনা করতে নারাজ এই লাল-সবুজের ক্রিকেট বিস্ময়, ‘না, ওরকম কিছু মনে হচ্ছে না। আমার কাজ যেহেতু দুইটি দিক দিয়েই আছে, চেষ্টা থাকবে দুটি দিকেই সমানভাবে অবদান রাখার। ’

এটা নিঃসন্দেহে সাকিবের বিনয়। কিন্তু বিনয়ী হয়ে নিজেকে যতই আড়ালে রাখতে চাননা কেন, তার গড়া বিরল এক একটি কীর্তি তাকে ঠিকই প্রাদ প্রদীপের আলোয় নিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।